কলকাতা: অবাক হচ্ছেন? ভাবছেন তো এ আবার কীসের খেলা? সত্যিই কী এক মন্দির অন্য মন্দিরকে চ্যালেঞ্জ করে? আলবাত করে! তবে প্রভু জগন্নাথ হোক বা বালাজির তিরুপতি, যেখানেই আপনি যাবেন পূণ্যলাভ নিশ্চিৎ। কিন্তু আপনার হাতে এই পূর্ণ অর্জনের জন্য সময় নেহাত কম!
আরও বিব্রান্ত হয়ে পড়লেন? তাহলে এবার বিষয়টি স্পষ্ট করা যাক।
আসলে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির হোক বা বালাজির তিরুপতি- এই দুই মন্দিরই এবার বাহালির শ্রেষ্ঠ দুর্গাপুোজর মণ্ডপের থিম। যা তৈরি হবে কলকাতার বুকে। থিম নিয়ে পুজোর উদ্যোক্তাদেরও রেষারেষি তাক লাগায়। প্রতি বছর থাকে চমকের ছড়াছড়ি। সেই তালিকায় এবার এই দুই মন্দিরের আদলে তৈরি মণ্ডপ নজরকারবে বলেই আশা করা হচ্ছে।
ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণে বৃষ্টির কী পূর্বাভাস?
দুর্গাপুজোর আর মাস তিনেক বাকি। বড় বড় পুজো উদ্যোক্তাদের মণ্ডপ তৈরির প্রস্তুতি সাড়া। জানা গিয়েছে, শহরের দুই প্রান্তে দুই বড় পুজোর থিম পুরীর আদলে জগন্নাথ ও তিরুপতি বালাজির মন্দির।
কোথায় হবে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির?
প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নাম জড়ানো একডালিয়া এভারগ্রিনে এবার মণ্ডপের থিম পুরীর জগন্নাথ মন্দির। এই পুজোর থিমের সঙ্গে বরাবরই থাকে সাবেকি ছোঁয়া। ২০২৩ সালে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ তৈরি হয়েছিল মহারাষ্ট্রের জৈন মন্দিরের ধাঁচে। আর এবার তা হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে।
কোথায় হবে তিরুপতির আদলে মন্দির?
লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার তিরুপতি মন্দিরের আদলে মণ্ডপ গড়ে চমক দিতে চলেছে। এর আগেকখনও ডিজনিল্যান্ড, কখনও ভ্যাটিকান সিটি, আবার কখনও বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল মন্ত্রী সুজিত বসুর ক্লাব। সর্বধর্ম সমন্বয়ে এবার তাদের থিম অন্ধ্রের তিরুপতি মন্দির।