কলকাতা ফুটবল লিগের (CFL) তৃতীয় ম্যাচে জোড় ধাক্কা খেল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে নিজেদের ঘরের মাঠে গ্ৰুপ পর্বের ম্যাচ খেলতে নেমেছিল তিনবারের খেতাব জয়ীরা। প্রতিপক্ষ হিসেবে ছিল কালীঘাট এমএস। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল ভীম মান্ডির দল। আজ কালিঘাট দলের হয়ে জোড়া গোল করেন দোরজি তামাং। অন্যদিকে, মহামেডানের হয়ে ব্যবধান কমান ইসরাফিল।
এবার মরশুমের প্রথম পরাজয়ের সম্মুখীন হল সাদা-কালো শিবির। প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল তন্ময় ঘোষরা। কয়েকবার আক্রমণে উঠে আসলেও বল দখলের লড়াইয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে থাকে ফুটবলারদের মধ্যে। সেই সুযোগ কাজে লাগিয়েই প্রতি আক্রমণে উঠে আসতে থাকে হিমাংশু রাই থেকে শুরু করে তুষার বিশ্বকর্মা। ম্যাচের ঠিক ৩৭ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে এসে দূরপাল্লার শট নেন দোরজি তামাং। সেখান থেকেই আসে প্রথম গোল।
সেই ধাক্কা কাটিয়ে মহামেডান ছন্দে ফেরার চেষ্টা করলে ম্যাচের ঠিক ৪১ মিনিটের মাথায় দীপু হালদারকে টেক্কা দিয়ে বল নিয়ে সাদা-কালো রক্ষণে হানা দেন সেই দোরজি তামাং। সেখান থেকেই আসে দ্বিতীয় গোল। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে থাকে কালীঘাট এমএস। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়াতে থাকে ব্ল্যাক প্যান্থার্স। কিন্তু প্রতিপক্ষের জমাট বাঁধানো ডিফেন্সে বারংবার আটকে যেতে হয় তাদের।
অবশেষে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় আসে বহু কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে ভেসে আসা বলকে লক্ষ্য করে কালীঘাটের গোল বক্সে জোড়ালো শট নেন ইসরাফিল। এই গোলের পর থেকেই আরো আক্রমণাত্মক হয়ে উঠে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু গোলের মুখ খোলা আর সম্ভব হয়নি। একাধিকবার সহজ সুযোগ তৈরি হলেও কালীঘাটের গোলরক্ষক আকাশ মন্ডল বলকে তালুবন্দী করেন সহজেই। নব্বই মিনিটের পর রেফারির তরফে অতিরিক্ত নয় মিনিট সংযুক্ত করা হলেও সমতায় ফেরা সম্ভব হয়নি গতবারের সিএফএল জয়ীদের।