সর্বভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের পক্ষ থেকে Hospitality Monitor পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাই থেকে ২৬ জুলাই ২০২৪ তারিখ আবেদন জমা করতে পারবেন।
পদঃ-
Hospitality Monitor
শূন্যপদঃ-
এখানে সবমিলিয়ে মোটমাট ৩৫ টি শূন্যপদ আছে।
বেতনঃ-
নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
যোগ্যতাঃ-
আবেদনকারীর B.Sc, BBA ও MBA ডিগ্রি থাকতে হবে।
বয়সঃ-
আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছরের নিম্নে হতে হবে।
মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরি পেতে পারেন ইন্ডিয়ান আর্মিতে! রইল আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়াঃ-
আবেদনকারীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা সর্বপ্রথম IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি প্রিন্ট করে বের করবেন। এরপর নির্ভুল ভাবে ফর্মটি ফিলাপ করে সঠিক ডকুমেন্টসের জেরক্স সহ একটি খামে ভরে আগামী ২২ জুলাই থেকে ২৬ জুলাই ২০২৪ তারিখ এর মধ্যে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ-
আগ্রহী প্রার্থীদের কে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।