ভোট (UK Election 2024) শেষে গণনা শুরু। ব্যালটে লাল গোলাপের ঝড় শুরু। সমীক্ষা মিলিয়ে ব্রিটেনের ক্ষমতা দখলের পথে লেবার পার্টি। দলটি মধ্য বামপন্থী। আর প্রধানমন্ত্রী পদে নিশ্চিত লেবার পার্টির নেতা ও স্যার কিয়ার স্টারমার।
বিবিসি’র খবর, ছাত্র জীবনে উগ্র বামপন্থী ছিলেন কিয়ার স্টারমার। তিনি পরে লেবার পার্টির নেতা হন। দলের অভ্যন্তরে সংস্কার নীতি চালু করেন। বিবিসি’র ইঙ্গিত, তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে উড়ে গেলেন কনজারভেটিভ দলের ভারতীয় বংশোদ্ভূত সুনাক।
বিবিসি জানাচ্ছে হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৩৭১টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা। মনে করা হচ্ছে, সেই সংখ্যার চেয়েও বেশি ৪০০ আসন পেতে পারে লেবার পার্টি। সেক্ষেত্রে লেবার পার্টি ঐতিহাসিক জয় ও কনজারভেটিভ পার্টির ভয়াবহ পরাজয় হবার ইঙ্গিত দেয় সমীক্ষা।
ভোটে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিসহ মোট ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।