মোদীর সঙ্গে সাক্ষাতে পরতে পরতে চমকালেন রোহিত-বিরাটরা!

বিশ্বজয় করে দেশে ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা। আর দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাত করলেন টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি,…

Modi_Indian-Cricket-Team

বিশ্বজয় করে দেশে ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা। আর দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাত করলেন টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্যর পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহও মোদীর Narendra Modi) সঙ্গে আলাপচারিতা সারেন।

এদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা আইটিসি মৌর্য হোটেলে পৌঁছন। তারপর সেখান থেকে দু’টি বাসে চেপে ৭ নম্বর লোককল্যাণ মার্গে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন) যান তাঁরা। অধিনায়ক রোহিত এবং কোচ দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দেন মোদীর হাতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খেলোয়াড়দের সাক্ষাতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোদী সকলের সঙ্গে কথা বলছেন। সূত্রের খবর, ফাইনাল ম্যাচের শেষ ওভারে খেলোয়াড়দের অভিজ্ঞতা কেমন ছিল, তা এদিন জানতে চান প্রধানমন্ত্রী। মোদী ক্রিকেটারদের জানিয়েছেন, তিনি তাঁদের সব রকমের শট জানেন।

শুধু বিশ্বকাপ জয়ই নয়, আরও অনেক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

ভারতীয় দলকে প্রাতঃরাশের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রাতঃরাশের পাশাপাশি ট্রফি হাতে বিশ্বজয়ীদের সঙ্গে ছবি তোলেন মোদী। এরপর রোহিতরা মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন। নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিজয় কুচকাওয়াজের ব্যবস্থা করেছে বিসিসিআই। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে বিজয়ী দলকে।

Advertisements

Modi_Indian-Cricket-Team

ভারতীয় ক্রিকেট দলের রোড শো ঘিরে মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকাল ৫টা থেকে ৭টার মধ্যে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বের করা হবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। নরিম্যান পয়েন্ট এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের মধ্যে মেরিন ড্রাইভে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

‘এই জয় তোমারও’, আবেগঘন পোস্টে অনুষ্কাকে ধন্যবাদ জানালেন বিরাট