জার্সি পরে, জাতীয় পতাকা গায়ে মুড়ে বিশ্বজয়ীদের দেখতে দিল্লি বিমানবন্দরে রাত থেকেই ভিড় জমেছিল। ভোর তখন প্রায় ৬টা। এল সেই মুহূর্ত। ঘূর্ণিঝড় বেরিলের ভ্রুকুটি কাটিয়ে দেশের মাটি ছুঁলেন বিরাট-রোহিতরা। শেষপর্যন্ত তিনমন্বর টার্মিনাল থেকে একে একে বিরাট, রোহিত, বুমরাহরা বেরতেই সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ফেটে পড়ে। তখন পুলিশ সহ সব নিরাপত্তা রক্ষীদের হিমশিম অবস্থা।
এভাবে অভ্যর্থনায় বিশ্বজয়ীদের মুখেও হাসি। চ্যাম্পিয়ন দলের সকল সদস্যের গলায় ছিল বিশ্বকাপ জয়ের পদক। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন বিরাট। তখন চারদিকে আরও উন্মাদনা। এর মধ্যেই সকলে টিম বাসে উঠে পড়েন। এরপর সোজা টিম হোটেলে পৌঁছায় ভারতীয় দল, সেখানেই বিশেষ কেকের ব্যবস্থা করা হয়েছে। রোহিতদের জন্য।
#WATCH | “Travelling with the prestigious World Cup trophy on the way back home” tweets BCCI
(Video Souce: BCCI) pic.twitter.com/1Fc7B6V5yi
— ANI (@ANI) July 4, 2024
১৭টা বছর পর ভারত ফের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তাই সেলিব্রেশনেও জমকালো চমক। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ‘মেন ইন ব্লু’ দেখা করতে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিসিসিআই সূত্রে খবর, তিনি তাঁদের সকলকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন।
#WATCH | Visuals from ITC Maurya in Delhi where the Men’s Indian Cricket Team has arrived from Barbados after winning the #T20WorldCup2024 trophy. pic.twitter.com/vPQ6BPBmK0
— ANI (@ANI) July 4, 2024
দিল্লি থেকে ক্রিকেটাররা বিকেলের বিমানে যাবেন মুম্বই। সেখানেও জনপ্লাবনের অপেক্ষা। হবে বিজয়যাত্রা। মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে বিজয়যাত্রা করার কথা টিম ইন্ডিয়ার। হুডখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে এই বিজয় প্যারেড। সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন রয়েছে বিশেষ অনুষ্ঠানের। বিশ্বজয়ীদের দেওয়া হবে সংবর্ধনা, আর্থিক পুরস্কার।
Bangladesh: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুমিয়েই পড়েছিলেন তাসকিন! ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন