Corona in India: দেশে করোনায় দৈনিক আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার পেরোলো

নিউজ ডেস্ক: দেশে ক্রমশ বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৩০% বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,…

নিউজ ডেস্ক: দেশে ক্রমশ বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৩০% বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩০২ জনের।

বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯০,৯২৮। দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩০০৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭৭ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪৬৫।

দিন দশেক আগেও যেখানে দৈনিক সংক্রমণ ৭ হাজারের আশেপাশে ছিল, সেখানে শুক্রবার ৭ মাস পর প্রথমবার সংক্রমণ ১ লক্ষ পেরোল। শুধু তাই নয়, একদিনে দেশে অ্যাকটিভ কেস বেড়েছে প্রায় ৮৫ হাজার। হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট।