রেল থেকে কড়কড়ে ১০ হাজার জেতার সুযোগ! কীভাবে? জানুন

রেল (Indian Railways) যাত্রীদের জন্য বড় সুযোগ। এবার ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলেই কড়কড়ে ১০ হাজার টাকা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে যেকোনও যাত্রীর কাছে।…

indian railways

রেল (Indian Railways) যাত্রীদের জন্য বড় সুযোগ। এবার ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলেই কড়কড়ে ১০ হাজার টাকা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে যেকোনও যাত্রীর কাছে। কীভাবে এই টাকা জিতবেন? রইল তারই বিস্তারিত তথ্য-

ভারতীয় রেলের প্রতিযোগিতা-

   

প্রত্যেকদিন লাখ লাখ মানুষ ট্রেনে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। প্রতিনিয়ত নিজেদের পরিষেবা উন্নত করার চেষ্টা করে রেল। কিন্তু এরপরেও বিভিন্ন খামতি ধরা পড়ে। ফলে যাত্রী পরিষেবা নিয়ে অনেক জায়গাতেই প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে।

সেই ত্রুটি দূর করতে এবার আকর্ষণীয় এক প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় রেল (Indian Railways)। রেল মন্ত্রক দেশের সব নাগরিকদের জন্য হিন্দিতে একটি রেলপথ ভ্রমণ কাহিনী প্রতিযোগিতার আয়োজন করছে। যেখানে সাধারণ মানুষ রেল ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা ঙভাগ করে নেবেন। এতে অংশ নিতে পারবেন রেলের নীচুতলার কর্মীরাও। আর যাত্রীদের ভাগ করে নেওয়া অভিজ্ঞতার মাধ্যমে রেল সুবিধা এবং পরিষেবার বিষয়ে জানতে পারবে। আর সেই মতো পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা করবে।

বাংলায় মেগা উদ্যোগ রেলের, ট্রেনের জানলা দিয়ে পাহাড়ি সৌন্দর্য্য উপভোগ এখন আরও মনোরম

প্রতিযোগিতার শর্ত?

যাত্রীদের ট্রেনে করে ঘোরার অভিজ্ঞতা লিখতে হবে হিন্দিতে। সর্বনিম্ন তিন হাজার এবং সর্বাধিক ৩৫০০ শব্দের অভিজ্ঞতা লিখতে হবে। প্রতিযোগিকে অবশ্যই নিজের নাম, বয়স, ঠিকানা, মাতৃভাষা, মোবাইল নম্বর, ইমেল ও শব্দ সংখ্যা জানাতে হবে।

রেলের প্রতিযোগিতার পুরস্কার?

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা। আর তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা। রয়েছে সান্তনা পুরস্কারও। বেশ কয়েকজন যাত্রীকে ৪ হাজার টাকা করে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে শংসাপত্রও।

গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফর এবার আরও আনন্দের! যুগান্তকারী পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

কোথায় পাঠাবেন?

রেলওয়ে ভ্রমণকাহিনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লেখা আগামী ৩১.৭.২০২৪ তারিখের মধ্যে পাঠাতে হবে। ঠিকানাটি হল- ৩১৬, COFMO রেলওয়ে অফিস কমপ্লেক্স, তিলক ব্রিজ, আইটিও, নিউ দিল্লি-১১০০০২।