বিগত কয়েক দিন থেক উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছেই। এবার দক্ষিণবঙ্গের জেলাতেগুলিও বর্ষা ঢুকে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বর্ষা সক্রিয়ও হয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার সঙ্গে মিশেছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেটি উত্তরপ্রদেশের পূর্বাংশ ও বিহারের উপর দিয়ে গিয়ে শক্তিবৃদ্ধি করছে।
ফের দুর্ঘটনা! হাবড়ায় রেলগেট গিয়ে পড়ল ওভারহেডের তারের ওপর, বন্ধ ট্রেন চলাচল
দু’টি ঘূর্ণাবর্তই সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে। অন্যদিকে, সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা জনিত কারণে সারাদিন গরম ভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়লেও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘন্টায় ১৬ কিমি বেগে বাতাস বইবে, ফলে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলেই জানা গিয়েছে। আগামীকাল মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা কিছুটা কমবে সেই সঙ্গে বৃষ্টি হতে পারে বলে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
এদিকে ঘুর্ণাবর্তের কারণে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। সুন্দরবন এলাকার মত্সজীবীদের সমুদ্রে চলাচলের ক্ষেত্রেও জারি করা হয়েছে সতর্কতা।
অন্যদিকে, প্রবলবর্ষনে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক ভেঙে গিয়েছে। ফলে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে লাগাতার বর্ষণে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।