বাংলায় তালিবানি শাসনের ছবি! প্রেমের সম্পর্কে চোপড়ায় মহিলাকে ভয়াবহ প্রহার

ভিডিওতে (Viral video) দেখা যাচ্ছে এক মহিলা আর্তনাদ করছেন। তাকে লাঠি দিয়ে মারছে এক ব্যক্তি। আর একজন ব্যক্তি রাস্তায় পড়ে। তাকেও মারধর করা হচ্ছে। এই…

ভিডিওতে (Viral video) দেখা যাচ্ছে এক মহিলা আর্তনাদ করছেন। তাকে লাঠি দিয়ে মারছে এক ব্যক্তি। আর একজন ব্যক্তি রাস্তায় পড়ে। তাকেও মারধর করা হচ্ছে। এই ভিডিও উত্তর দিনাজপুরের চোপডা থেকে ছড়িয়েছে। ওই মহিলা বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িত অভিযোগে মারধর করার ভিডিও তীব্র বিতর্ক ছড়াল।

মারধরে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নেতা বলে এলাকার অনেকে দাবি করেছেন। সংখ্যালঘু অধ্যুষিত চোপড়ার এলাকায় প্রকাশ্যে যেন তালিবানি শাসন চলছে বলে সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড়।

   

চোপড়ায় খাপ পঞ্চায়েত বসিয়ে মহিলাকে মারধরে তৃণমূল নেতা স্থানীয় বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে।

কোচবিহারে মুসলিম মহিলাকে বিবস্ত্র করা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

জানা গেছে, বিবাহ বহির্ভুত সম্পর্কের শাস্তি দিতে খাপ পঞ্চায়েত বসানো হয় ২ লক্ষ টাকার ক্ষতিপুরন ধার্য করেন। টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় মার। ভিডিও দেখে কয়েকজন দাবি করেন মারধরে অভিযুক্ত ব্যক্তির নাম তাজেমুল ওরফে জেসিবি। বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ।

যে মহিলাকে রাস্তায় ফেলে মারা হয়েছে তিনি বিবাহিতা। স্বামীসহ দুটি সন্তান রয়েছে তার। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় পরিবারে অশান্তি শুরু হয়। মহিলা ওই প্রেমিকের সাথে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তাদের ধরে এনে মারধর করা হয়।

মদ মাংস বাতিল ঘোষণা উদয়নের! কোচবিহারে তৃণমূল হবে নিরামিশাষী?