এ যেন মধ্যযুগীয় বর্বরতা ফিরল বাংলায়। রাস্তায় ফেলে একজন পুরুষ ও মহিলাকে সকলের সামনে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন বাম নেতা মহম্মদ সেলিম।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হাতে গোছ করা লাঠি নিয়ে একজন মহিলা এবং পুরুষকে মারধর করছে ব্যক্তি। মহম্মদ সেলিম ভিডিওতে দাবি করেছেন যে ব্যক্তির হাতে লাঠি আছে সে স্থানীয় একজন মাতব্বর এবং সে তৃণমূল আশ্রিত এক গুণ্ডা। ঘটনাস্থল চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দীঘলগাঁও এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা আক্রান্ত যুবক যুবতী। ওই গৃহবধূ বিবাহিত। যে যুবককে ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ওই যুবতীর। গ্রামে বিষয়টি জানাজানি হতেই থাকার জেরে সালিশি সভা ডাকা হয়। আর সেখানেই দুজনের ওপর এভাবে আক্রমণ করা হয়।
এদিকে সকলের সামনে এই ঘটনা ঘটলেও কেউ বাঁচাতে যায়নি দুজনকে। যদিও এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন এক টুকরো মণিপুর হয়ে উঠেছে বাংলা। কেউ কেউ বলছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিবানি শাসন দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘কী বীভৎস দৃশ্য, দেখে মনে হচ্ছে আফগানিস্তানে বসবাস করছে লোকজন, কিন্তু পশ্চিমবঙ্গে এমনটাই ঘটছে।’ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি kolkata24x7.in। অন্য আরেক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমরা কি রাজ্য সরকার ভেঙে দিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন কার্যকর করার আশা করতে পারি?’
what a horrible scene It seems like people living in Afghanistan are But this is happening in West Bengal @ajitanjum @ashutosh83B @SupriyaShrinate @MamataOfficial @WBPolice https://t.co/FLPq0E5Y8v
— Thakur Ranvijay Singh ( ठाकुर प्रिंस सिंह) (@ThakurP11078361) June 30, 2024
Situations are out of control from state Government, Can we hope to dissolve the state Government & implement the President rule over West Bengal
— Ankit Singh (@AnkitSi11921352) June 30, 2024
Not even #KangarooCourt ! Summary trial and punishment handed out by d @AITCofficial goon nicknamed JCB.
Literally bulldozer justice at Chopra under @MamataOfficial rule. pic.twitter.com/TwJEThOUhi— Md Salim (@salimdotcomrade) June 30, 2024