লোকসভা ভোট মিটতেই এবার চরম পদক্ষেপ নিতে চলেছে ইন্ডি জোটের সদস্যরা। ED-CBI-র বিরুদ্ধে বিরাট অভিযানের ডাক দেওয়া হল। আগামীকাল সোমবার সপ্তাহের শুরুতেই সকাল ১০:৩০ টায় ED-CBI-র বিরুদ্ধে বিরাট অভিযানের ডাক দেওয়া হল।
আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। এরপর তিনি বলেন, “ইন্ডি জোটের শরিকদলগুলি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল সকাল সাড়ে দশটায় সংসদ চত্বরে ইডি এবং সিবিআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামীকাল বড় কিছু হতে পারে সংসদ ও সংসদের বাইরে।
বর্তমানে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। যদিও আগামী ১ জুলাই অবধি অধিবেশন স্থগিত রাখা হয়েছে। গত ২৮ জুন নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিরোধীদের বিক্ষোভের জেরে রাজ্যসভা তিনবার মুলতুবি হয়ে যায়। প্রথম দফা মুলতুবি ঘোষণার পর দুপুর ১২টায় যখন লোকসভা ফের শুরু হয়, তখন কংগ্রেস সদস্যরা এই ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে শুরু করেন। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলের সদস্যরা ওয়েলে নেমে আসেন।
স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়। তিনি বলেন, পূর্বপরিকল্পিতভাবে সংসদকে চলতে না দেওয়া সংসদীয় গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময় সদস্যরা বিষয়টি উত্থাপন করতে পারেন। এরপরেই আগামী ১ জুলাই অবধি স্থগিত করে দেওয়া হয় সংসদের অধিবেশন।
#WATCH | AAP MP Sanjay Singh says, “…The parties of the INDIA alliance had unanimously decided that we will protest against the misuse of ED and CBI in the Parliament premises tomorrow at 10:30 am…” https://t.co/Q5aP0VCcVn pic.twitter.com/N2gz2oZvcO
— ANI (@ANI) June 30, 2024