হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, তারপরেই বাংলা সহ দেশের একের পর এক রাজ্যে ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি (Rainfall)। কোথাও মাঝারি তো আবার কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আইএমডি। আজ রবিবার ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুধু বৃষ্টিতেই ক্ষান্ত হবে না, বিচ্ছিন্ন বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানাচ্ছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয় রাজ্যে।
অন্যদিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ ঘণ্টায় ওড়িশা, কোঙ্কন, গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, কেরালা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, লাক্ষাদ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কখনও ভারী তো আবার কখনও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির (৭-২০ সেমি) জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের কথায়। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়।
Recent Satellite imagery detects convective clouds with the possibility of light to moderate spell of rainfall at many places (with intense spell at a few places) accompanied with isolated thunderstorm & cloud to ground lightning and gusty winds very likely over;
(1/4) pic.twitter.com/nomorKno19— India Meteorological Department (@Indiametdept) June 30, 2024