আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা শহরে। আজ শনিবার সকাল থেকেই শহরে বৃষ্টির তাণ্ডবলীলা থামতেই চাইছে না। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হয়েছে কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গে। মূলত বর্ষার (Monsoon) বৃষ্টি শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর হতে না হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। সেইসঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি, সঙ্গে চলে গর্জন। আর তা দেখেই কারোর বুঝতে বাকি থাকে না বৃষ্টি নামল বলে। আর হলও তাই। এদিকে দফায় দফায় এহেন বৃষ্টির জেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তাপমাত্রাতেও অনেকটা হেরফের লক্ষ্য করা গিয়েছে।
তবে এখনই কিন্তু এই বৃষ্টি থামবে না। জানা যাচ্ছে, আগামী তিন থেকে ছয় ঘন্টায় কলকাতা, হাওড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ জেলাগুলিতে ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনিও যদি বাড়ি থেকে বেরনোর ছক কষে থাকেন তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু ভুলবেন না।
হাওয়া অফিস সূত্রে খবর, শহর ও জেলায় জেলায় দিন দিন বৃষ্টিপাত বাড়বে। সেইসঙ্গে ওড়িশাতেও ঝেঁপে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল রবিবার ছুটির দিন থেকে ভারী বৃষ্টিপাত আরও বাড়বে। অনেকেই বলছে এবার আসলে বর্ষার খেলা শুরু হয়ে গেল।
Lovely monsoon in Calcutta…dark clouds, raining with thunder!! @indiametsky #Monsoon2024 #Kolkata #Rain pic.twitter.com/jXDmsvCuW2
— Arijit Mukherji (@ArijitMusic) June 29, 2024
⚠️🔴Very Intense Thunderstorm Possibilities Over #WestBengal #Kolkata As We Said Rainfall Increase Day By Day More Rainfall Coming Soon For West Bengal #Odisha
⚠️Tomorrow Heavy Rainfall increases More ..Now Actually Monsoon Game Started ⛈️ pic.twitter.com/0uu3vlDcND
— ✨🌧️ɪɴᴅɪᴀɴ ꜰᴏʀᴇᴄᴀꜱᴛᴇʀ✨🌧️ (@jackson10755839) June 29, 2024