Suvendu Adhikari: বেতনের টাকা ডিএ আন্দোলনকারীদের দান করলেন শুভেন্দু

প্রতিশ্রুতিপূরণ শুভেন্দু অধিকারীর। নিজের বর্ধিত বেতনের টাকা ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার বিধানসভায় এই অর্থ প্রদান করেছেন…

Suvendu Adhikari donated increased salary to the DA activists of West bengal, বেতনের টাকা ডিএ আন্দোলনকারীদের দান করলেন শুভেন্দু

short-samachar

প্রতিশ্রুতিপূরণ শুভেন্দু অধিকারীর। নিজের বর্ধিত বেতনের টাকা ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার বিধানসভায় এই অর্থ প্রদান করেছেন তিনি।

   

বিরোধী দলনেতার কেন এই সিদ্ধান্ত? শুভেন্দু অধিকারীর কথায়, ‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল। বর্তমানে সেটাই কার্যকর করেছে। কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশন অবস্থান মঞ্চে কয়েক মাস আগে আমি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে যে বাড়তি বেতনের টাকা আমি পাব সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই। তাঁরা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন।’

মমতার নির্দেশই সার, সাতসকালে বুলডোজার দিয়েই চলছে হকার উচ্ছেদ

বিরোধী দলনেতার সংযোজন, ‘আমার তরফে সামান্য অনুদান, যাতে আইনি প্রক্রিয়ায় যে বিপুল খরচ তার কিছুটা সুরাহা হয়। সেই কারণেই আমার বর্ধিত বেতনের ৪০ হাজার টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাব ততদিন সেই টাকা আমি তাদের তহবিলে দিয়ে যাব। আমি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার প্রস্তাবকে সমর্থন করেন।’

দিল্লি খেকেই রাজ্যপাল আনন্দ বোসের কড়া পদক্ষেপ! এবার ঘুম উড়বে মমতার?