শনিবার লাদাখে বড় দুর্ঘটনা ঘটে গেল। আজ শনিবার লাদাখের নিয়োমা চুশুল এলাকায় বড়সড় দুর্ঘটনার খবর মিলছে। ট্যাঙ্ক মহড়া চলাকালীন ৫ জন ভারতীয় সেনা জওয়ান (Indian Army) শহীদ হলেন।
সূত্রের খবর, ইয়োমা চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে আকস্মিক বন্যায় ভেসে গিয়েছেন পাঁচ সেনা জওয়ান। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে একটি প্রশিক্ষণ মহড়া চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কটি অনুশীলন করার সময় হঠাৎ নদীর জলস্তর বেড়ে যায়। এরপরেই ট্যাঙ্কটিকে ভাসিয়ে নিয়ে যায়। দুর্ঘটনায় টি-৭২ ট্যাঙ্কে আরোহী সেনা জওয়ানরা ডুবে শহীদ হন। এই দুর্ঘটনায় ৫ জন জওয়ান শহীদ হয়েছেন, পাশাপাশি কয়েকজন সেনা জওয়ানও আহত হয়েছেন বলে খবর।
জানা গেছে, দুর্ঘটনার সময় নদীতে ভেসে যাওয়া সকলের দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। টি-৭২ ট্যাঙ্কে থাকা সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আরও চারজন পদমর্যাদার জওয়ান ছিলেন।
এহেন মর্মান্তিক দুর্ঘটনা দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় ট্যাঙ্ক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনার শহীদ হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই বীর সেনারা দেশকে যে সেবা দিয়েছেন তা আমরা কখনই ভুলব না। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃখের মুহূর্তে গোটা দেশ তাঁদের পাশে রয়েছে।’
A mishap took place in the Daulat Beg Oldie area of Ladakh during a tank exercise of crossing the river yesterday in the sector due to a sudden increase in water levels there. Loss of lives of Army personnel is feared. More details are awaited: Defence officials pic.twitter.com/my7pYEvWP8
— ANI (@ANI) June 29, 2024
Deeply saddened at the loss of lives of five of our brave Indian Army soldiers in an unfortunate accident while getting the tank across a river in Ladakh.
We will never forget exemplary service of our gallant soldiers to the nation. My heartfelt condolences to the bereaved…
— Rajnath Singh (@rajnathsingh) June 29, 2024