টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দল। সেমিফাইনাল শেষ হওয়ার পর সাজানো হয়েছে ফাইনাল ম্যাচের মঞ্চ। শনিবার (২৯ জুন) কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটি খেলতে দুই দলই বার্বাডোজে পৌঁছেছে। তবে এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার উত্তেজনা কিছুটা বেড়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষণায় ফাইনাল ম্যাচের উত্তেজনা আরও বেড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। সোশ্যাল মিডিয়ায় দাবি, ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। থাকবেন টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবরো। চতুর্থ আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন রডনি টাকার।
আম্পায়ার রিচার্ড কেটেলবরোর অনেক সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়েছে। বিশেষ করে নকআউট ম্যাচে ভারতের সঙ্গে তার অভিজ্ঞতা খুবই খারাপ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার খেলায় টিভি আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটেলবরো। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উপস্থিত না থাকলেও এখন ফাইনালে ফিরছেন তিনি। টিম ইন্ডিয়ার ৬টি নকআউট ম্যাচে আম্পায়ার ছিলেন রিচার্ড। বিশেষ বিষয় হল, এই সবকিছুতেই হারের মুখ দেখেছে ভারত।
UMPIRES FOR INDIA vs SOUTH AFRICA T20I WORLD CUP FINAL: 🏆
On field: Chris Gaffaney, Richard Illingworth
TV umpire: Richard Kettleborough
4th umpire: Rodney Tucker pic.twitter.com/ILcBl9wp6S
— Johns. (@CricCrazyJohns) June 28, 2024
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০১৬ সালের সেমিফাইনাল, ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন রিচার্ড। হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে। রিচার্ড ইলিংওয়ার্থও ভারতের অনেক নকআউট ম্যাচে আম্পায়ার ছিলেন। সবকটিতেই হেরেছে টিম ইন্ডিয়া। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ। ২০২১ ও ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ছিলেন তিনি। এই ম্যাচগুলিতে ভারতকে হারের মুখোমুখি হতে হয়েছিল।