কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ককে ঘিরে ছড়াল আতঙ্ক। এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা হয় ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস। রেল সূত্রে জানা যাচ্ছে, একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে ট্রেনে। তর জেরে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। জানা যাচ্ছে, পরিত্যক্ত লাল রঙের একটি ব্যাগটি ট্রেনের যাত্রীদের নজরেই প্রথমে আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান আরপিএফ জওয়ানেরা। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় স্নিফার ডগ।
ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের আবহ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। ভয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নেমে আসেন যাত্রীরা। জনৈক আতঙ্কিত যাত্রী বলেন, ‘ব্যাগটার মধ্যে থেকে টিক টিক করে শব্দ হচ্ছিল। এস-৮ কামরা ছিলাম আমি। সেই সময়েই স্কুল ব্যাগের মতো দেখতে কালো রঙের একটা ব্যাগ নজরে আসে। দক্ষিণেশ্বর ঢোকার আগেই নজরে এসেছিল ব্যাগটি। সঙ্গে সঙ্গে ১৩৯-এ ফোন করে বিষয়টি জানাই। তারপর পুলিশ আসে ঘটনাস্থলে।’
ইতিমধ্যেই ব্যাগটিকে উদ্ধার করা হয়েছে। কোথা থেকে কীভাবে ওই ব্যাগ এল, তা নিয়ে খোঁজ খবর করছে রেল পুলিশ।