এই বছর মে মাসে গাঁটছড়া বাঁধেন টালিগঞ্জের জনপ্রিয় জুটি অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Koushambi Chakraborty)। বিয়ের মাসখানেকের মধ্যেই কৌশাম্বীর পরিবারে ঘটে গেট বড় অঘটন, প্রয়াত হলেন অভিনেত্রীর মা।
বৃহস্পতিবার রাতে তার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী (Kaushambi Chakraborty)। সেই ছবিতে ছিলেন তার মা এবং তার প্রিয় পোষ্য। তার ছবির কেপশানে তার মায়ের প্রয়ানের খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী। অভিনেত্রী তার পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে তার মাই ছিলেন তার কাছে প্রকৃত যোদ্ধা। তার আবদার মান-অভিমান সবই করার পাত্রী ছিলেন তার মা। অভিনেত্রী পোস্টে আক্ষেপ করেন যে সবার জন্য ভাবলেও নিজেও একদম সময় দিতেন না তার মা। অবসর নেওয়ার পর তার মায়ের অনেক পরিলল্পনা থাকলেও কোনটি বাস্তবায়িত করার সময় পেলেন না তিনি। সর্বশেষে তার মায়ের আত্মার শান্তি কামনা করেন এবং অফুরন্ত ভালোবাসাও প্রকাশ করেন অভিনেত্রী।
বিশাল বড় মাকড়সার সম্মুখীন ‘থর’ অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ! তারপর…
এদিন তার ছবির কেপশানে কৌশাম্বী লেখেন, “ও, মা! চলে গেলে আমাদের ছেড়ে ? আমি কি করব মা এবার? কে বুঝবে তোমার মতো করে আমায় ? কার কাছে আবদার করব ? কার কাছে সব গল্প করব? কার সাথে ঝগড়া করব? সব করেছো সবার জন্য শুধু নিজের জন্য ভাবোনি। অবসর নেওয়ার পর কত প্ল্যান ছিল তোমার, টিউশন পড়াবে, আবৃত্তি শেখাবে , চুলে রং করবে, কিছুই তো করা হল না, কাউকে এক ফোঁটাও সময় দিলে না মা ! তবে যেখানে থাকো ভাল থাকো আর যা ইচ্ছে ছিল সব পূরণ করো মা ! খুব ভালো থাকো, আমরা সবাই তোমাকে মিস করব আর এটাও জেনো , তুমি আমাদের সঙ্গে সব সময় আছো আমাদের সাথে…তোমায় আমি খুব ভালোবাসি মা ! তুমি সত্যি একজন যোদ্ধা। “
এই বছর ৯ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কৌশাম্বী (Koushambi Chakraborty) ও আদৃত (Adrit Roy)। ‘মিঠাই’ ধারাবাহিকে কাজ করা কালীন সম্পর্কে জড়ান তারা। বিয়ের পর তাদের সহকর্মীদের জন্য একটি রিসেপশনেরও আয়োজন করেন এই দম্পতি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর, অষ্টমঙ্গলায় গিয়েছিলেন এই দম্পতি। মধুচন্দ্রিমা করতে গোয়াতে যান কৌশাম্বী এবং অদ্রিত । কৌশাম্বীর মা তাঁর বিবাহ অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বিয়ের দিন আদ্রিতকে বরণও করেছিলেন তিনি। মাকে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী।