একেতেই মূল্যবৃদ্ধির চোটে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। তার মধ্যে দেশের কোটি কোটি জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য এল আরও এক বড় দুঃসংবাদ। আগামী মাসের ৩ তারিখ থেকে নতুন প্রিপেড প্ল্যান কার্যকর করতে চলেছে জিও। এবং এই সংক্রান্ত যে নোটিশ তারা জারি করেছে তা দেখে মধ্যবিত্তের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোন গতি নেই।
জিওর এই নতুন দামের লিস্ট দেখে বিশেষজ্ঞ মহলের ধারণা আগামী মাস থেকে গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ বেশি টাকা দিতে হবে আপনাকে। অর্থাৎ জিওর কোন রিচার্জ প্ল্যান আপনি এই মুহূর্তে যে দামে কিনছেন আগামী মাস থেকে এক ধাক্কায় গড়ে ৫০ থেকে ৬০ এমন কি ৮০ টাকাও বেশি খরচা করতে হতে পারে তার জন্য। স্বাভাবতই জিওর গ্রাহক-মহলে এবার চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সেই সঙ্গে জিওর আনলিমিটেড ট্রু 5G সার্ভিস ও বহাল থাকবে বলে ঘোষণা করেছে কোম্পানির চেয়ারম্যান আকাশ আম্বানি।
তবে এ সাম্প্রতিক 5G স্পেকট্রাম নিলামে একটু অন্যরকম চিত্র দেখা গিয়েছে। প্রথমত সরকার যে পরিমাণ আয়ের আশা করেছিল তার ধারে কাছেও পৌঁছতে পারেনি এই নিলামে। দ্বিতীয়তঃ জিও নয়, সবথেকে বেশি স্পেকট্রাম কেনার খরচা করেছে ভারতী এয়ারটেল। তারপরই রয়েছে ভোডাফোন। অর্থাৎ একটা কথা পরিষ্কার, আগামী দিনে 5G সার্ভিস এর ক্ষেত্রে জিওকে প্রতিযোগিতার মুখে ফেলতে চাইছে ভারতী এয়ারটেল।
তবে সেই সঙ্গে জিও আরও দুটি বিশেষ সার্ভিসও লঞ্চ করেছে তাদের গ্রাহকদের জন্য। অ্যাপেলের ধাঁচে JIO Safe, যাতে মাসে ১৯৯ টাকার বিনিময়ে নিরাপদ মেসেজিং, কলিং এবং ফাইল ট্রান্সফারের সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে JIO Translate নামের আরেকটি সার্ভিসও তারা লঞ্চ করেছে। যার মাধ্যমে AI বেসড ভয়েস কল ট্রান্সলেটর, ভয়েস ট্রান্সলেটর, এবং যেকোনও ইমেজ এবং ফাইল ট্রান্সলেটরের সুবিধা পাওয়া যাবে। এর জন্য আপনাকে খরচা করতে হবে মাসে ৯৯ টাকা।
Reliance Jio introduces new unlimited 5G plans to be available from 3rd July pic.twitter.com/TsDMAG682r
— ANI (@ANI) June 27, 2024
তবে প্রথমে এক সময় ফ্রিতে ইন্টারনেট সার্ভিস দেওয়া জিও, বিগত কয়েক বছরে তাদের বিভিন্ন রিচার্জ প্যাকেজ এর দাম ক্রমশই বাড়িয়ে চলছে। তবে এই মুহূর্তে এক লাফে যে পরিমাণে দর বাড়ার ঘোষণা তারা করেছে, তাতে সাধারণ মানুষের পকেট আরও বেশি পরিমাণে ফাঁকা হতে চলেছে।
সেক্ষেত্রে জিওর গ্রাহক সংখ্যার বৃদ্ধির হারে কোনও প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়।