গরম কাটিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়, বইছে দমকা হাওয়া

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall) নামল শহর কলকাতায়। আকাশ কালো করে এদিন স্বস্তির বৃষ্টি নামল কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। এদিকে…

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall) নামল শহর কলকাতায়। আকাশ কালো করে এদিন স্বস্তির বৃষ্টি নামল কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। এদিকে আচমকা বৃষ্টিতে সাময়িক হলেও গরম থেকে স্বস্তি পেলেন সাধারণ মানুষ। বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া।

তবে এখানেই কিন্তু শেষ নয়, বিকেলের দিকে বা সন্ধের দিকে আরও বৃষ্টি নামবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আলিপুর জানাচ্ছে, আচমকা বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের কারণে বাংলায় ঝেঁপে ঝড়-বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।

   

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলী, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। অন্যদিকে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।