দল গুছিয়ে নিচ্ছে Chennaiyin FC। বৃহস্পতিবার আরও এক ফুটবলারের আগমনের কথা জানাল ক্লাব। কিয়ান নাসিরির পর মোহনবাগান সুপার জায়ান্টের আরও এক ফুটবলারকে সই করিয়ে নিল ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাব।
Mohun Bagan: বড় ঘোষণা করার পথে মোহনবাগান!
হামতেকে (Lalrinliana Hnamte) দলে নিয়েছে চেন্নাইয়িন এফসি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই সই সংবাদ জানিয়েছে ক্লাব। সবুজ মেরুন (Mohun Bagan) জার্সি ছেড়ে এবার নীল জার্সিতে মাঠে নামতে চলেছেন হামতে। কিয়ান নাসিরির পাশাপাশি চেন্নাইয়িন এফসি যে হামতেও দলে নিতে চলেছে সেই সম্ভাবনার কথা আগে শোনা গিয়েছিল। দল বদল সংক্রান্ত এই জল্পনায় পড়ল শিলমোহর।
𝙉𝙖𝙢𝙢𝙖 𝙈𝙖𝙘𝙝𝙖𝙣 𝙫𝙖𝙣𝙙𝙝𝙪𝙩𝙖𝙣 💪💙#AllInForChennaiyin #WelcomeHnamte #Hnamte2027 pic.twitter.com/X71nia5XTQ
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) June 27, 2024
মোহনবাগান সুপার জায়ান্টকে বিদায় জানানোর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছিলেন ভারতের এই তরুণ ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছিলেন, ‘কোথা থেকে বলা শুরু করবো, গত দুই বছরে মোহনবাগান ছিল আমার জীবনের সবথেকে বড় অংশ। মোহনবাগানে যখন যোগ দিয়েছিলেন তখন আমার বয়স ছিল ১৯, এখন আমি একজন পূর্ণবয়স্ক ব্যক্তি। এই ক্লাবকে কৃতজ্ঞতা জানানো মতো ভাষা আমার নেই। সুযোগ, অভিজ্ঞতা, চড়াই-উৎরাই এই সব কিছু আমাকে একজন ফুটবলার হওয়ার পাশাপাশি ভাল মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। ক্লাবে থাকার এই সময়কালে মোহনবাগানের সকল ফুটবলার, সমর্থক, সদস্য, কোচ সহ প্রত্যেকে যারা আমার পাশে ছিলেন তাঁদের জানাই ধন্যবাদ।’
CFL 2024: বাবা প্রয়াত, মা-এর মুখে হাসি ফোটাতে চাইছেন আগরপাড়ার গদাই
ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন হামতে। সবুজ মেরুনে খুব বেশি সুযোগ পাননি। ২০২২ থেকে ২০২৩-২৪ মরসুম পর্যন্ত সুযোগ পেয়েছিলেন হাতে গোনা ম্যাচে। প্রথম একাদশে সুযোগ পেয়েছেন কম। শেষে বিদায়। বৃস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট জানিয়ে দিয়েছেন, হামতে ছাড়ছেন বাগান।