গত সপ্তাহে চলন্ত ট্রেনে লোয়ার বার্থের উপর আপার বার্থ ভেঙে এক যাত্রী নিহত হয়েছিলেন। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ফের প্রশ্ন ওঠে রেল সফরের নিরাপত্তা নিয়ে। শেষপর্যন্ত ওই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় রেল।
বছর বাষট্টির আলী খান নামে যাত্রী, এরনাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে ভ্রমন করছিলেন। লোয়ার বার্থে সিট ছিল তাঁর। চলন্ত ট্রেনে তিনি যখন শুয়েছিলেন, হঠাৎই তাঁর উপরে ভেঙে পড়ে উপরের বার্থটি। আপার বার্থেও শুয়েছিলেন এক যাত্রী। ভারী বার্থ এমনীতেই ভারী, তার উপর যাত্রীর ওজন, যা সব নিয়ে আলা খানের উপর পড়ে। এতেই গুরুতর জখম হন ওই বৃদ্ধ। রক্তারক্তি ঘটে। ঘটনার পর রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
Eastern Railway: ট্রেনে উঠতে অভ্যাস বদলান! যাত্রীদের বলল রেল
Arvind Kejriwal: কেজরির আবেদনে সম্মতি আদালতের, জেলে পাচ্ছেন বড় ছাড়!
রেলের তরফে নিকটবর্তী স্টেশন রামাগুন্দমে কর্তৃব্যরত স্টেশন মাস্টারকে অবগত করা হয়। স্টেশনেই অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছিল। জখম যাত্রী আলী খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও শেষ পর্যন্ত অস্ত্রপচার চলাকালীনই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ঘটনার কয়েক দিন পরে, ভারতীয় রেলওয়ের তরফে জারি করা বিবৃতি বলা হয়েছে যে, দুর্ঘটনাটির জন্য বার্থে কোনও সমস্যা ছিল না। ওই বার্থটি রেলের বিশেষজ্ঞরা পরীক্ষা করেছিলেন, তখন দেখা যায়, উপরের বার্থে থাকা যাত্রী সঠিকভাবে চেইন দিয়ে সেটি আটকাননি, যার জেরেই দুর্ঘটনা ঘটে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, নবান্নের ঘোষণায় আনন্দের জোয়ার