তিন দিনের সিবিাই হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মদ কেলেঙ্কারি ও বেআইনি লেনদেন মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বুধবার এই নির্দেশ দিয়েছে। তবে হেফাজতে পাঠানোর আগে দিল্লির আদালত কেজরিওয়ালের বেশ কয়েকটি আবেদনে সম্মতি দিয়েছে।
সিবিআই হেফাজতেই দিল্লির মুখ্যমন্ত্রী বাড়ির রান্না করা খাবার খেতে পারবেন। দিনে এক গন্টার জন্য দেখা করতে পারবেন তাঁর স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ খেতে পারবেন। হেফাজতে সঙ্গে রাখতে পারবেন চশমা। সঙ্গে থাকছে শ্রীমদ্ভাগবত গীতা, যা পড়তেও পারবেন।
মন্ত্রীমশাই লেলিয়ে দিল খ্যাপা কুকুর! খবর করতে গিয়ে দৌড়ে বাঁচলেন মহিলা সাংবাদিক
এর আগে ইডি অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নিয়েছিল। তার পর তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। কিন্তু সে সময়ে তাঁর কোমরের বেল্ট সঙ্গে ছিল না। এদিকে তাঁর ওজনও অনেকটাই কমেছে। তাই মুখ্যমন্ত্রীর প্যান্ট কোমর থেকে বারবার নেমে যেত। প্যান্ট ধরে হাঁটতে হত বা বার বার টেনে তুলতে হত, যা খুবই অস্বস্তিকর। সেই কারণে সিবিআই হেফাজতে থাকার সময়ে তাঁকে কোমরের বেল্ট পরতে অনুমতি দেওয়া হোক বলেও আদালতে আর্জি জানিয়েছিলেন আপ প্রধান। এই আর্জিও মেনে নিয়েছে আদালত। ফলে দিল্লির মুখ্যমন্ত্রী সিবিআই হেফাজতে কোমরের বেল্ট পরতে পারছেন।
আগামীর ২৯ জুন অরবিন্দ কেজরিওয়ালকে ফের আদালতে পেশ করবে সিবিআইকে। বেআইনি লেনদেনের উপযুক্ত প্রমাণ থাকায় সিবিআই কেজরিওয়ালকে জেরা করতে হেফাজতে নিয়েছে।