যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ভারত প্রবেশ করেছে সেমিফাইনালে। নিজেদের দল খারাপ পারফরম্যান্স করলেও ভারতের সমালোচনা করতে ছাড়ছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক (Inzamam ul Haq) বল টেম্পারিংয়ের (Ball Tampering) অভিযোগ এনেছেন। আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে তুলেছেন অভিযোগ।
T20 World Cup 2024: ভারত-ইংল্যান্ড ম্যাচের সময়-সূচি নিয়ে অনেকের ভুল ধারণা, জেনে নিন সত্যিটা কী
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ভারত-অস্ট্রেলিয়া সুপার ৮ ম্যাচ নিয়ে ইনজামাম-উল-হক বলেছেন, ‘ম্যাচে এমন কিছু ঘটেছে যা বিশ্বাস করা যাচ্ছে না। আর্শদীপ সিং ১৫তম ওভারেও রিভার্স সুইং করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ ১৩তম ওভারে বল রিভার্স সুইংয়ের জন্য প্রস্তুত ছিল। এখানেও চোখ কান খোলা রাখতে হবে আম্পায়ারদের।’
ইনজামামের অভিযোগ, টিম ইন্ডিয়া বল টেম্পারিং করেছে। ইনজামামের দাবি নিয়ে ক্রিকেট বিশ্বে মতভেদ রয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতো বিশেষজ্ঞরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, ‘আর্শদীপ একজন প্রতিভাবান বোলার। বছরের পর বছর ধরে নিজের দক্ষতা প্রমাণ করেছে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে অভিযুক্ত করা অন্যায়।’
Inzamam Ul Haq said – “Arshdeep Singh’s balls were swinging, something was done to the ball by India’s in T20 World Cup 2024”.
What’s your take on this 🤔 #INDvsENG #T20WorldCup pic.twitter.com/t0voGwaxaI
— Richard Kettleborough (@RichKettle07) June 26, 2024
অন্যদিকে ক্রিকেটের অখণ্ডতা বজায় রাখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেছেন, ‘এই দাবির মধ্যে যদি কোনও সত্যতা থাকে তবে তা অবিলম্বে খতিয়ে দেখা উচিৎ।’
T20 World Cup 2024: সেমিফাইনাল না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত! নিয়ম এরকমই
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর্শদীপ সিং। এখনও পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন তিনি। অভিযোগ উঠলেও সেমিফাইনালের আগে নিজের ফোকাস ধরে রেখে ভাল ফর্ম অব্যাহত রাখার লক্ষ্য রেখেছেন এই তরুণ বোলার। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আর্শদীপের পাশে রয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা সততার সঙ্গে খেলছি। এই ধরনের অভিযোগ আমাদের ভাবাবেগে প্রভাব ফেলবে না।’