T20 World Cup 2024 Super 8 পর্ব শেষ হওয়ার পরেই জানা গিয়েছিল কোন চারটি দল এবার সেমিফাইনালে খেলতে চলেছে। সুপার এইটের গ্রুপ ১ থেকে ভারত ও আফগানিস্তান সেমিফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড গ্রুপ ২ থেকে প্রথম চারে জায়গা করে নিয়েছে। তবে এই মুহূর্তে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, ভারতীয় সময়ে এই ম্যাচগুলির সূচি এবং সময় কী? ক্রীড়া সূচি নিয়ে অনেকের মনে ভ্রান্তি রয়ে গিয়েছে।
T20 World Cup 2024: সেমিফাইনাল না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত! নিয়ম এরকমই
টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’টি সেমিফাইনাল ম্যাচ একই দিনে খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের তরফে জানানো হয়েছে, ২৬ তারিখে প্রথম সেমিফাইনাল হওয়ার কথা থাকলেও ভারতীয় সময় অনুযায়ী প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৭ জুন। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
St. Lucia ✅#TeamIndia have reached Guyana ✈️ for the Semi-final clash against England! 👍 👍#T20WorldCup | #INDvENG pic.twitter.com/p4wqfZ4XUw
— BCCI (@BCCI) June 26, 2024
২৬ জুন প্রথম সেমিফাইনাল হলেও ভারতীয় সময় অনুযায়ী হবে ২৭ জুন। আসলে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের সময়ের মধ্যে পার্থক্য অনেকটা। ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, সেখানে ম্যাচটি হবে ২৬ জুন। ওয়েস্ট ইন্ডিজের সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি হবে ২৭ জুন সকাল ৬টা থেকে।
‘সামু-রেই’-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল Jamshedpur FC
আগামী ২৭ জুন ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা রয়েছে। দুই দলই নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা চালাবে। ফাইনালে গিয়েও ওডিআই বিশ্বকাপ জয় করতে পারেনি টিম ইন্ডিয়া। টি২০ ওয়ার্ল্ড কাপ জিতে সেই আক্ষেপ দূর করতে চাইবেন রোহিত শর্মারা।