প্রতীতি ভট্টাচার্য, কলকাতাঃ দৈনন্দিন যাতায়াতের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করতে হয় ওলা উবেরের মতো প্রাইভেট ক্যাব পরিষেবার। এই পরিষেবা ব্যবহার করার সময় নানান সমস্যায় পড়তে হয় তাদের, ক্যাব চালকদের দুর্ব্যবহার হোক বা হঠাৎ করে রাইড বাতিল। এবার সমস্যার মুখে পড়তে হল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কেও (Sujoy Prasad Chattopadhay) ।
মঙ্গলবার (Tuesday) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা যেখানে তিনি অভিযোগ করেন যে একজন উবের চালককে এসি চালাতে বললে, তাকে গাড়ি থেকে নামিয়ে দেন গাড়ির চালক। পুলিশ প্যাট্রোল ভ্যানে অভিযোগ জানালে তারা অভিনেতার সঙ্গে নিজস্বী তুলে তাকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানাতে বলেন বলেও জানিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট (Park Street) এলাকায়। সেই পোস্টে চালক সংক্রান্ত তথ্যও দিয়েছেন তিনি।
অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “সোমবার সন্ধে বেলায় পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় মিটিং সেরে ফেরা কালীন আমি একটি উবের (Uber) ক্যাবে বুক করি। চালককে এসি চালাতে বললে, আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এসি চালাতে অস্বীকার করেন তিনি। শুধু তাই নয়, আমাকে গালিগাজ করেছেন ওই চালক এবং আমাকে উদ্দেশ্য করে একটি লাথি ও মারে সেই চালক যদিও সেটি আমার গায়ে লাগেনি। ” অভিনেতা যোগ করেছেন যে তাদের পুরো কথোপকথন হয় হিন্দি ভাষায় যার থেকে অনুমান করা যেতে পারে যে চালক বিহার বা উত্তর প্রদেশের বাসিন্দা।
অভিনেতা জানিয়েছেন যে চলন্ত গাড়ি থেকেই নেমে পড়েন তিনি। পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে থাকা পুলিশ প্যাট্রোল ভ্যানের তিন অফিসারকে অভিযোগ করলে, অভিনেতার সঙ্গে নিজস্বী তুলে তাকে পার্ক স্ট্রিট থানায় (Park Street Police Station) অভিযোগ জানাতে বলেন বলেন তারা। অভিনেতার পরিচিত ভদ্রলোক এসে যাওয়ায় তার সাহায্যে বাড়ি ফেরেন তিনি । অভিনেতা জানিয়েছেন যে উবের অ্যাপ এ অভিযোগ জানলে কেনেকেল্লাশন ফী (Cancellation Fee) ফেরত দিয়েই ছেড়ে দেন তারা। চালক এবং গাড়ি নম্বর দিলেও উবেরের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ জানান তিনি।
অভিনেতা সর্বশেষে জানিয়েছেন যে একজন তারকা হিসেবে নন, বরং একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবেই অভিযোগ জানিয়েছেন তিনি। তার নিজের গাড়ি না থাকায় তাকে নিয়মিত যাতায়াত করতে হয় অ্যাপ ক্যাবে। অভিনেতা জানিয়েছেন যে কোনও জাতি বিদ্বেষ থেকে নয় , যা সত্যি তাই তিনি তুলে ধরেছেন তার পোস্টে। তার সমাজমাধ্যমের পোস্টে সহমত পোষণ করে অনেকেই জানিয়েছেন যে মূলত বিহার বা উত্তর প্রদেশশ চালকদের মধ্যেই দেখা যাই হঠাৎ করে কোনও কারণ ছাড়াই রাইড বাতিল করার প্রবণতা। উবেরে অভিযোগ করলেও কোনও পদ্ধক্ষেপ নেয় না সংস্থা বলে জানিয়েছেন অনেকে। অভিনেতাকে টুইট করে উবের সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে উপদেশ দিয়েছেন অনেকে। তবে টুইট করতে রাজি নন অভিনেতা। তার সাফ বক্তব্য উবের কোনও পদ্ধক্ষেপ হওয়ার হলে তার পোস্ট থেকেই হবে। সাধারণ সচেতন নাগরিক হিসেবে তার সমস্যা তুলে ধরা এবং তাদের সচেতন করাই তার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।