অভিনেতা সঞ্জয় কাপুর এবং মহীপ সান্ধুর মেয়ে, শানায়া কাপুর (Shanaya Kapoor)। শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে সুহানা খানের (Suhana Khan) কাছের বন্ধু, তিনি। পর পর সিনেমায় সুযোগ পেয়েও বন্ধ হয়ে যায় কাজ। অবশেষে করণ জোহরের প্রযোজনায় বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শানায়া কাপুর।
৩রা নভেম্বর ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন শানায়া (Shanaya Kapoor)। মুম্বাইয়ে পড়াশুনো করেছেন তিনি। জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের সম্পর্কে ভাইজি হন তিনি। তার বোন জাহ্নবী এবং খুশি ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বলিউডে। শানায়ার মা মহীপ সান্ধুকে দেখা গিয়েছিলো নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ এ। শাহরুখ খানের স্ত্রী গৌরির ঘনিষ্ঠ বন্ধু মাহীপ। শাহরুখের মেয়ে সুহানার ঘনিষ্ঠ বন্ধু শানায়া।
ছোটবেলা থেকেই বিনোদন জগতের অংশ হওয়ার স্বপ্ন দেখতেন শানায়া। অভিনেতা টাইগার শ্রফ এর বিপরীতে ‘স্ক্রু ঢিলা’ ছবিতে অভিনয় করার কথা ছিল শানায়ার। এই ছবিতে কাজ করার কথা ছিল দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মাণ্ডানারও। তবে বন্ধ হয়ে যায় এই ছবির কাজ। মোহনলাল এর বিপরীতে দক্ষিণী ছবি ‘ভ্রূসভা’ তে অভিনয় করেছেন শানায়া। এই চলচ্চিত্রের মুক্তির তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। অবশেষে করণ জোহরের প্রযোজনায় ‘বেধাড়াক’ ছবিতে কাজ করতে চলেছেন শানায়া। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা লক্ষ্য লালওয়ানি ও গুরফতেহ পীরজাদার। ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। প্রথমে নানান জটিলতায় পিছিয়ে গেলেও, এই বছরেই শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা।
বিনোদন জগতে কাজ করার অভিজ্ঞতা ও আছে শানায়ার। জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ‘ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। মাঝের মধ্যেই নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। সমাজ মাধ্যমেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শানায়া। তার ইনস্টাগ্রামে রয়েছে ২৩ লক্ষেরও বেশি ফলোয়ার। সাম্প্রতিক বার্বি ফটোশুটেও নজর কেড়েছেন তিনি।