মুদ্রাস্ফীতির কামড়ের জেরে সাধারণ মানুষের জীবন রীতিমতো অতিষ্ঠ। মাছ, মাংস থেকে শুরু করে ডিম, শাক সবজির দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। বাজারে গিয়ে মানুষ জিনিস কিনতে গিয়ে এক কথায় আঁতকে উঠছেন। ব্যাগভর্তি বাজার যেন এক স্বপ্নের সমান হয়ে গিয়েছে সকলের। তবে এসবের মাঝে আরও বেড়ে গেল দুধের দাম (Milk Price)। হ্যাঁ এমনই সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যে।
জানা গিয়েছে, কর্ণাটক মিল্ক ফেডারেশন নন্দিনী দুধের (Nandini Milk) দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়ে দিয়েছে। দাম বাড়লেও দুধের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হবে এটাই যা স্বস্তির। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি প্যাকেটে ৫০ মিলি অতিরিক্ত দুধ দেওয়া হবে। সম্প্রতি আমুল ও মাদার ডেয়ারি দুধের দাম বাড়িয়েছে। তবে এবার পালা নন্দিনী দুধের। কর্ণাটক মিল্ক ফেডারেশন নন্দিনী দুধের দাম প্রতি লিটারে ২.১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
এদিকে এই দাম বৃদ্ধির ফলে দুধ সংগ্রহে প্রতি লিটারে অতিরিক্ত ২.১০ টাকা খরচ হবে, যার প্রভাব পড়বে রাজ্যের পরিবারগুলির ওপর। দুধের দাম বাড়লেও দই ও অনেক দুগ্ধজাত পণ্যের দাম একই থাকবে। চেয়ারম্যান ভীমনায়ক গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে অন্যান্য দুগ্ধজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকবে। ২৭ লক্ষ দুধ উৎপাদক নিয়ে গঠিত বোর্ড গ্রাহকদের উপর ন্যূনতম প্রভাব নিশ্চিত করতে এবং দুগ্ধ খামারিদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ বজায় রাখার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে।
Karnataka Milk Federation increases the price of Nandini milk by Rs 2 per litre in Karnataka. 50 ml extra milk will be given in each packet as per the notification.
— ANI (@ANI) June 25, 2024