আপুইয়াকে সই করানোর কথা ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। পাঁচ বছরের চুক্তিতে দেশের অন্যতম সেরা উঠতি ফুটবলারকে নিশ্চিত করেছে সবুজ মেরুন শিবির। মোহনবাগানে যোগ দেওয়ার পর মুখ খুলেছেন Apuia Ralte।
একাধিক ট্রফি জয়ী ফুটবলারকে দলে নিল Chennaiyin
চুক্তিবদ্ধ হওয়ার আগে সোমবার কলকাতায় মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হন অপুইয়া। এদিকে লিগ্যাসি ক্লাবে যোগ দিতে পেরে আনন্দিত আপুইয়া।তিনি বলেছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পেরে আমি দারুণভাবে সম্মানিত ও উচ্ছ্বসিত। মোহনবাগান এমন একটি ক্লাব যা ভারতীয় ফুটবল ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে।’
তিনি একই সঙ্গে বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। আমার কোচ, সতীর্থদের কাছ থেকে শিখতে এবং মোহনবাগান এসজি-কে তার লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য নিজের সেরাটা দিতে আগ্রহী। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ। ক্লাব সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’
East Bengal: কবে থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল? জানুন
২০২১ সালের আগস্টে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে মুম্বই সিটিতে যোগ দেওয়া আপুইয়া ৮১ ম্যাচে ৬ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২ টি অ্যাসিস্ট করেছেন। ২০২২-২৩ মরসুমে মুম্বই সিটির হয়ে আইএসএল শিল্ড জিতেছিলেন এবং সম্প্রতি ২০২৪ সালে আইএসএল কাপ যুক্ত করেছেন নিজের নামের সঙ্গে।