আকাশে ঘনালো কালো মেঘ, কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে

খাতায় কলমে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটেছে। কিন্তু সকলের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টি (Rainfall) কই? উত্তরবঙ্গ ভেসে গেলেও দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি যেন কার্যত…

খাতায় কলমে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটেছে। কিন্তু সকলের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টি (Rainfall) কই? উত্তরবঙ্গ ভেসে গেলেও দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি যেন কার্যত কর্পুরের মতো উবে গেল। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেও আকাশে মেঘ রোদের খেলা শুরু হয়েছে যেন। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তাহলে কি বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে?

কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের বাসিন্দারা সকলেই কয়েক ফোঁটা বৃষ্টি এবং একটু ঠাণ্ডা আবহাওয়ার জন্য হা হুতাশ করছেন। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ছে। এদিকে দক্ষিণবঙ্গ খটখটে শুকনো। যদিও আর চিন্তা নেই, কারণ কিছুক্ষণের মধ্যে বাংলার জেলাগুলিতে একটু হলেও বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর।

   

আজ আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া।

 

আজ এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় কোনওরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় বাতাসে আদ্রতা থাকার জেরে অস্বস্তিকর ঘর্মাক্ত এবং গরম আবহাওয়া বিরাজ করবে।