মমতা যেন বাস্তবের ‘নায়ক’ সিনেমার প্রতিচ্ছবি! বকুনির আড়ালে কি ‘খেলা হবে’?

আদিত্য ঘোষ, কলকাতাঃ ক্যামেরার সামনে দীর্ঘ এক ঘণ্টা ধরে বকাবকি করলেন। নিজের দলের নেতা মন্ত্রীকে তথা পুরপ্রধানদের একদম বেকায়দায় ফেললেন তিনি। লোকসভা ভোটের পরে নবান্ন…

mamata banerjee

আদিত্য ঘোষ, কলকাতাঃ ক্যামেরার সামনে দীর্ঘ এক ঘণ্টা ধরে বকাবকি করলেন। নিজের দলের নেতা মন্ত্রীকে তথা পুরপ্রধানদের একদম বেকায়দায় ফেললেন তিনি। লোকসভা ভোটের পরে নবান্ন সভাগৃহে তিনি রিভিউ মিটিং করে কার্যত দলের নেতামন্ত্রীদের যে হুঁশিয়ারি দিলেন সেটা ঘাসফুলের সরকারের আমল ছাড়া আর কোনও সরকার করেছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। নয়ত নিজের দলেরই ফাঁকফোঁকর ক্যামেরার সামনে তুলে ধরে কী লাভ করলেন তিনি? প্রশ্ন উঠেছে। কাঁটাছেড়া শুরু হয়েছে। শুধু তাই নয়, দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দলের ভিতরে তৈরি হয়েছে ক্ষোভ।

ক্যামেরার সামনে এই বকাবকি নাকি গায়ে লেগেছে অনেক নেতামন্ত্রীদের। আপাতত তৃণমূলের এক পৌরপ্রধানের বক্তব্য থেকে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে আবার তিনিই চুপিসারে জানিয়েছেন যে দিদি তো মায়ের সমান, তাই তিনি বকাবকি করতেই পারেন। আজ তিনি সরাসরি ধমক দিয়েছেন সুজিত বসুকে। শুধু তাই নয় গৌতম দেবকেও বকুনি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্রমূর্তি দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন। মুখে কুলুপ এঁটেছেন প্রথম সারির নেতারা। পুর বৈঠক যেন বকুনি বৈঠকে পর্যবসিত হয়ে উঠেছিল।

   

‘নিট বাতিল…’, মোদীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতার

রাজনৈতিক মহলের প্রশ্ন, এটাই কি দিদির চাল? আত্মপক্ষ সমালোচনা করে কি আখের গোছাতে চাইছেন মুখ্যমন্ত্রী? বিধানসভা ভোটের আগে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার জন্যই কি ক্যামেরার সামনে খুল্লামখুল্লা বকাবকি করলেন?এটা কি পাবলিসিটি স্ট্যান্ট? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একের পর এক দুর্নীতি প্রসঙ্গ। কখনও পারকিং সমস্যা, কখন জমি মাফিয়ার দৌরাত্ম, কখনও আবার পুরসভা ঠিক করে কাজ না করার প্রসঙ্গ। মমতা ‘দিদি’ নিজের দলের প্রথম সারি নেতা-ভাইয়ের নাম নিতেও পিছপা হলেন না।

প্রসঙ্গত লোকসভা ভোটের আগে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছিল ঘাসফুলের। সেই সব দুর্নীতিকে গঙ্গার জলে ধুয়ে ফেলার চেষ্টা করলেন কি তিনি? নাকি পুরভোটের নিরিখে কেন পিছিয়ে আছে ঘাসফুল, সেই নিয়েই তিনি ধমক দিয়েছেন। রাজনৈতিক মহলের আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে এই রহস্য সমাধানে! কেউ বলছেন দিদি এমনই! ক্যামেরার সামনে ধমক দিতে তিনি অভস্ত্য। আবার অনেকে বলছেন এই ভাবেই শুদ্ধিকরণের রাস্তায় হাঁটছে ঘাসফুল।

পদ হারালেন গয়াল! জেপি নাড্ডাকে বিরাট দায়িত্ব দিল বিজেপি

সোমবার বৈঠকের শুরুতেই মমতা হাওড়া পুরনিগম নিয়ে তোপ দাগেন। পুরচেয়ারম্যান থাকাকালীন রথীন চক্রবর্তী হাওড়ার ‘বারোটা বাজিয়ে গিয়েছেন’ বলে ক্ষোভ উগরে দেন মমতা। সেখানে টাকার বিনিময়ে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে বলেই দাবি তাঁর। এছাড়া জল থেকে বর্জ্য নিকাশি একাধিক ক্ষেত্রে অভিযোগের সুর চড়িয়েছেন তিনি। আবার তাঁর কথায়, “ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় লাইট জ্বলেই যাচ্ছে। ভাবছে, সরকার টাকা দেবে। টাকা আসছে কোথা থেকে? এটা জনগণের টাকা। এ যেন বাস্তবের ‘নায়ক’ সিনেমার ট্রেলর। রীতিমতো পুরসভার কাজ নিয়ে কাঁটাছেড়া হচ্ছে। ধমক দিচ্ছেন প্রশাসনিক নেত্রী। 

অপেক্ষার অবসান! শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট উপহার রেলের

প্রশাসনিক কর্তাব্যক্তিদের লোভ সংবরণ করার বার্তা দেন মমতা। পুলিশকে অবিলম্বে ‘রং না দেখে’ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। ‘অগ্নিশর্মা’ মমতা এদিন পরিষেবার নিরিখে পুরসভাকে রিপোর্ট কার্ড দেন। পানীয় জল, হাউসিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশীতে কোন পুরসভা সেরা এবং কোন পুরসভা খারাপ কাজ করেছে, সেই রিপোর্ট কার্ডও দেন। দিদিমণি কী ভেবে এই কাজ করেছেন, সেতা নিয়ে কাঁটাছেড়া হতেই পারে তবে বিরোধী শিবিরের কিছু লোক কিন্তু দিদির সুরে সুর মিলিয়ে বলেছেন তিনি তো ঠিকই বলেছেন। এটাই কি মমতার এক্স ফ্যাক্টর? এখানেই কি সবার চেয়ে এগিয়ে? ভাসছে অনেক জল্পনা। রহস্য সমাধানে ডাকতে হতে পারে স্কটল্যান্ড ইয়ার্ডকে।