তার সমাজমাধ্যমে তার ভ্রমণ থেকে শুরু করে তার গানের ঝলক সব কিছুই শেয়ার করেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। গরমের দিনে চমকে দিলেন অভিনেত্রী। সুইমিং পেলে ডুব দিয়ে তারই ঝলক শেয়ার করলেন অভিনেত্রী।
কয়েকদিন আগেই জাপান ভ্রমণে গিয়েছিলেন মনামী। তার কিছু ঝলকও শেয়ার করেছিলেন অভিনেত্রী (Monami Ghosh)। গরমের দিনে দাবদাহে পুড়ছে কলকাতা। রোদুররের তেজে নাজের হাল সাধারণ মানুষ। তার থেকে পরিত্রান পেতেই রবিবার দিন সুইমিং পুলে ডুব দিলেন অভিনেত্রী। তার সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিগুলি পোস্ট করে তার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘ঝামকুড়ি’। ছবিগুলিতে সবুজ রঙের সুইম স্যুট এ দেখা যাচ্ছে তাকে। কখনও সুইমিং পুলে ডুব দিয়ে সাঁতার কাটছেন অভিনেত্রী আবার কখনও পুলের ধরে বিভিন্ন পোজ দেখা দিতে যাচ্ছে তাকে। ছবির পটভূমিতে সূর্যের কিরণও দেখতে পাওয়া যাচ্ছে। ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে ছুটির দিনে কোনও রিসোর্টে ছুটি কাটচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে কাজের ব্যস্ততা নেই তার।
সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি (Srijit Mukherji) পরিচালিত ‘পদাতিক’ (Padartik) সিনেমার টিজার। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃনাল সেনের (Mrinal Sen) বায়োপিক এই ছবিটিতে মৃনাল সেনের স্ত্রী, গীতা সেনের (Gita Sen) ভূমিকায় অভিনয় করেছেন মনামী (Monami Ghosh)। মৃনাল সেনের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মুক্তি পেয়েছে এই ছবির একটি গানও। এই গানে কণ্ঠ মিলিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) এবং সোনু নিগম (Sonu Nigam)। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
কয়েকদিন আগে জাপানে গিয়ে তার আহত হওয়ার ঘটনা অনুরাগীদের জন্য শেয়ার করেছিলেন মনামী। সেই ছবিগুলি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে অভিনেত্রী সবাইকে আশস্ত করেছিলেন যে ছোট পেলেও তিনি বর্তমানে সুস্থ আছেন। সমাজমাধ্যম ছাড়াও একটি ইউটুব ব্লগ চালান অভিনেত্রী। বেড়ানো থেকে শুটিং এর নানান অভিজ্ঞতা ভাগ করে নেন সেখানেও।