রাজকুমার গুপ্তর (Rajkumar Gupta) পরিচালিত হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন বাংলার সঙ্ঘশ্রী সিংহ (Sanghasri Sinha) । সিরিজের নাম ‘পিল’ (Pil)। তার বিপরীতে রয়েছেন বলিউডের অভিনেতা রিতেশ দেশমুখ (Riteish Deshmukh)।
এই থ্রিলার সিরিজে এক জন চিকিৎসকের (Doctor) ভূমিকায় অভিনয় করছেন সঙ্ঘশ্রী। এই সিরিজের বিষয়বস্তু ভুয়ো ওষুধ ছড়িয়ে পড়ার ফলে চিকিৎসা পেশার ওপর প্রভাব। অভিনেত্রী জানিয়েছেন যে অডিশন ভিডিও পাঠানোর পর প্রায় ৫৫০ জনের মধ্যে নির্যাচিত হন তিনি। তার কাছে তার মায়ের জন্মদিনে একটি ফোন আসে, প্রত্যাখ্যান হবার ভয় প্রথমে ফোন ধরতে চাইছিলেন না তিনি তবে পরে ফোন ধরায়, জানতে পারেন যে ওই চরিত্রটির জন্যে নির্বাচিত হয়েছেন তিনি।
এর আগে অভিনেতা রাজেশ শর্মার (Rajesh Sharma) ম্যানেজার হিসেবে কাজ করেছেন সঙ্ঘশ্রী সিংহ (Sanghasri Sinha) । অভিনয় জগতে এসে ‘লে ছক্কা’, ‘দাবাড়ু’ নামক চলচ্চিত্র থেকে শুরু করে, ‘জল থই থই ভালোবাসা’ এর মতো সিরিয়াল এ অভিনয় করেছেন তিনি। বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রির কাজের তফাৎ এর বিষয়ও মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, যে তার সহ অভিনেতা রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) খুব ভাল মনের মানুষ। সঙ্ঘশ্রীর অভিযোগ টালিগঞ্জের ছোট পর্দার অভিনেতাদের অহংকার রিতেশের মতো বলিউডের অভিনেতাদের চেয়ে বেশি। সঙ্ঘশ্রীজানান যে মুম্বাইতে চরিত্রাভিনেতাদের কাজের কদর রয়েছে, তবে টালিগঞ্জে পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া কেউ সম্মান করেন না তাদের। পরিচালক রাজকুমার গুপ্তও তাঁর কাজের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন সঙ্ঘশ্রী।
শুটিং এর অভিজ্ঞতাও ভাগ করে নেন সঙ্ঘশ্রী। সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল দিল্লি, তারপর জয়পুর এবং চণ্ডীগড়ে । জয়পুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি। এর পরেই, বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। তখন টানা গাড়িতে ১২ ঘণ্টা যাত্রা করে শুটিং এর ইউনিটকে পৌঁছতে হয় চণ্ডীগড়ে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পিল’ (Pil) এর মোশন পোস্টার (Motion Poster)। ১২ই জুলাই (12th July) জিয়ো সিনেমায় (Jio Cinema) মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।