ফের রাজ্যে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ভয়ঙ্কর ঘটনা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও একটা নির্মীয়মাণ ব্রিজ (Bridge Collapsed)। ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল রাজ্যে। ঘটনাস্থল সেই বিহার। বিগত কয়েক মাসে বিহারে ব্রিজ ভাঙার ধারাবাহিকতা যেন…

ফের রাজ্যে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ভয়ঙ্কর ঘটনা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও একটা নির্মীয়মাণ ব্রিজ (Bridge Collapsed)। ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল রাজ্যে। ঘটনাস্থল সেই বিহার। বিগত কয়েক মাসে বিহারে ব্রিজ ভাঙার ধারাবাহিকতা যেন বজায় রয়েছে। সিওয়ান এবং আরারিয়াতে ব্রিজ বিপর্যয়ের পর এবার মোতিহারি জেলায় একটি সেতু সকলের চোখের নিমিষে ভেঙে পড়েছে বলে খবর।

Advertisements

আরারিয়া সেতুর মতো এই সেতুটিও নির্মাণাধীন ছিল। সেতুর বেশির ভাগ অংশ প্রস্তুত থাকলেও রবিবার সেতুটি ভেঙে পড়ে আচমকাই। সূত্রের খবর, আরারিয়ার ঘোড়াসানে নির্মীয়মাণ এই সেতুটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত হচ্ছিল। সেতুটি নির্মাণ করছিল ধীরেন্দ্র কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। আরারিয়ার সিকতিতে বকরা নদীর উপর সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে। সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে।

   

সাত কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সেতুটি আগের সেতুর অ্যাপ্রোচ কেটে যাওয়ার পরে নির্মিত হয়েছিল। সম্প্রতি সেতুর অ্যাপ্রোচ মেরামতের জন্য দফতরের তরফে একটি মহড়া শুরু করা হলেও তার আগেই ভেঙে পড়ে সেতুটি। শনিবার সিওয়ান জেলার মহারাজগঞ্জের পাতেধা গ্রামে একটি খালের উপর একটি খালের সেতু ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ায় আশপাশের ডজনখানেক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সেতুটি অনেক পুরনো হওয়ায় মাটি ক্ষয়ে সেতুটি ভেঙে পড়ে। 

Advertisements