জালে বল জড়াতেই ছুটে এলেন Sony Norde

জয়ের সরণিতে ফিরল সনি নর্দের (Sony Norde) বর্তমান ক্লাব। নিজে গোল না করলেও শুরু থেকে মাঠে ছিলেন। দলের গোলের পিছনে রাখলেন অবদান। Transfer News: ‘চ্যাম্পিয়ন’…

Sony Norde

জয়ের সরণিতে ফিরল সনি নর্দের (Sony Norde) বর্তমান ক্লাব। নিজে গোল না করলেও শুরু থেকে মাঠে ছিলেন। দলের গোলের পিছনে রাখলেন অবদান।

Transfer News: ‘চ্যাম্পিয়ন’ ক্লাবে যোগ দিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

   

সনি নর্দে এখন মালয়েশিয়া সুপার লিগে খেলেন। সেখানকার Kedah Darul Aman FC-র হয়ে খেলছেন তিনি। শনিবার দারুল আমান এফসি মাঠে নেমেছিল পেনাংয়ের বিরুদ্ধে। পেনাংয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় লাভ করেছে দারুল আমান এফসি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আশিফুয়া। তিনি প্রতিপক্ষের জালে বল জড়াতেই সতীর্থের কাছে ছুটে এসেছিলেন সনি নর্দে।

মালয়েশিয়া লিগে ধারাবাহিক ছন্দে নেই সনি নর্দের দল। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরপর দুই ম্যাচে পরাজয় বরণ করেছিল দারুল আমান এফসি। এরপর চতুর্থ ম্যাচে ফের জয়ের সরণিতে ফিরেছে ক্লাব। পেনাংয়ের বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট তালিকায় উপকৃত হয়েছে হয়েছে সনি নর্দের দল।

জায়ান্ট কিলার! বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানিস্তান

মালয়েশিয়া সুপার লিগ পয়েন্ট তালিকায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে জোহর দারুল। জোহর দারুল এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। এই দলটি টানা চ্যাম্পিয়নের শিরোপা জয় করেছে। ২০১৪ সাল থেকে ২০২৩ সল্ পর্যন্ত সুপার লিগ চ্যাম্পিয়ন জোহর দারুল। ২০২১ সালে ভাল ফলাফল করেছিল দারুল আমান। দ্বিতীয় স্থান অধিকার করেছিল তারা। এবারেও ভাল ফলাফল করার আশা নিয়ে মরসুম শুরু করেছে জোহর দারুল।