প্রকাশ্যে এসেছে আসন্ন কলকাতা ফুটবল লিগের (CFL 2024) ক্রীড়া সূচি প্রকাশ্যে এসেছে। এবারের সিএফএল-এ চোখ রাখবেন বাংলার ফুটবল প্রেমীরা। টুর্নামেন্টকে জনপ্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা।
CFL: দাদাকে দেখে মাঠে আসা, খিদিরপুরের হয়ে খেতাব জয় করাই লক্ষ্য সুরজিৎ-এর
ফুটবলকে রাজ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে চায় ফুটবল নিয়ামক সংস্থা এইএফএ। আগে কলকাতা ফুটবল লিগ মূলত খেলা হতো কলকাতার মাঠগুলোতে। ক্রমে ম্যাচ ছড়িয়ে দেওয়া হয় কলকাতার বাইরে একাধিক মাঠে। কল্যাণী, নৈহাটি কিংবা ব্যারাকপুরের মাঠে ক্রমে জনপ্রিয়তা লাভ করেছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে। এবারেও এই ভীষণ বজায় রেখেছে ফেডারেশন। কলকাতার বাইরে একাধিক মাঠে খেলানো হবে সিএফএল ২০২৪-এর ম্যাচ।
কোন কোন মাঠে দেওয়া হয়েছে আসন্ন কলকাতা ফুটবল লিগের ম্যাচ?
আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা ফুটবল লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব ও উয়াড়ি। ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। প্রাথমিকভাবে মোট সাত রাউন্ডের ক্রীড়া সূচি প্রকাশ্যে এসেছে। কিশোরভারতী ছাড়া বাকি ম্যাচগুলো দেওয়া হয়েছে- বিধানগর এমএসসি গ্রাউন্ড, নৈহাটী বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম, চুঁচুড়া ইস্টার্ন, কল্যাণী স্টেডিয়াম, ব্যারাকপুর স্টেডিয়াম, দমদম সুরের মাঠ, উলুবেড়িয়া স্টেডিয়াম, মহামেডান/ হাওড়া ইউনিয়ন গ্রাউন্ড, যেনএসসি কামালগাজি, ইস্টবেঙ্গল / এরিয়ান মাঠে।
আই লিগ জয়ী ফুটবলারের কথা মনে করাল Bengaluru FC
সিএফএল ২০২৪-এর যে সূচি প্রকাশ্যে এসেছে সেখানে মোট এগারোটা মাঠের নাম। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের ভ্যেনু এখনও চূড়ান্ত হয়নি। এই এগারোটি মাঠের বাইরে অন্য কোথাও ডার্বি আয়োজিত হলে মোট মাঠের সংখ্যা হবে বারো।