শনিবার বাংলাদেশের বিপক্ষে ৫০ রানে জিতে সেমিফাইনালে (T20 World Cup 2024) ওঠার দোরগোড়ায় চলে গিয়েছে ভারত। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানে জয় দিয়ে সুপার এইটে নিজেদের বিজয় রথ শুরু করে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলা এই ম্যাচের পর ভারতীয় দল গ্রুপ -১ পয়েন্ট টেবিলের প্রথম স্থান অর্জন করেছে। দুই ম্যাচে টানা দুই জয়ের পর টিম ইন্ডিয়ার প্রাপ্ত পয়েন্ট ৪। এছাড়া নেট রানরেট +২.৪২৫। আগামী সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ । এই ম্যাচ জিতলেই ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। প্রথম স্থান অর্জন করতে হলে রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে জিততেই হবে তাদের। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান ও বাংলাদেশ। দুই দলই নিজেদের শেষ ম্যাচে হারের মুখ দেখেছে।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস ও তানজিদ হাসান বাংলাদেশের হয়ে শুরুটা ভাল করেছিলেন। দু’জনে উইকেটে ৩৫ রানের জুটি গড়েন। ১০ বলে ১৩ রান করে আউট হন লিটন। অন্যদিকে ২৯ রানে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ আউট হন তানজিদ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো রান পাননি। ৩২ বল মোকাবেলা করে একটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন তিনি।
ভারতীয় বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এই ম্যাচে তৌহিদ ৪, সাকিব আল হাসান ১১, মাহমুদউল্লাহ ১৩, জাকির আলী ১, রিশাদ হোসেন ২৪ রান করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৫ ও তানজিম ১ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি, আর্শদীপ সিং ও বুমরাহ ২টি করে উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়াও নেন একটি উইকেট।