ইউরো ২০২৪ (Euro 2024) গ্ৰুপ পর্বের বাধা অতিক্রম করলে পর্তুগাল। তুর্কিকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অফ ১৬-র যোগ্যতা নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল।
উয়েফা ইউরো ২০২৪ (Euro 2024) জয়ের অন্যতম দাবিদার পর্তুগাল। টুর্নামেন্টের শুরুটাও করেছে ভাল। পরপর দুই ম্যাচেই জয় পেয়েছে দল। চেক প্রজাতন্ত্রের পর তুর্কিকেও পরাজিত করল পর্তুগাল। এদিনের ম্যাচে রোনাল্ডোকে দেখা গেল অন্য ভূমিকায়।
এবারের ইউরো স্মরণীয় হয়ে থাকতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কারণে। এটাই হতে পারে তাঁর কেরিয়ারের শেষ ইউরো, বলা হচ্ছে ‘লাস্ট ডান্স’। রোনাল্ডো নিজেও চাইছেন খেতাব জিততে। গতবারের বিশ্বকাপ না জেতার গ্লানি ঘোচাতে চাইবেন এবারের জয় করার মাধ্যমে।
Portugal through to the round of 16 as Group F winners 🇵🇹👏#EURO2024 | #TURPOR pic.twitter.com/1or9rJ7Icq
— UEFA EURO 2024 (@EURO2024) June 22, 2024
ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন রোনাল্ডো। আল নাসেরের হয়ে খেলার পর পর্তুগালের হয়ে কেমন খেলেন সে দিকে চোখ ছিল সবার। রোনাল্ডো নিজে গোল না করলেও সতীর্থকে দিয়ে করালেন। নিজেও অনায়াসেই গোল করতে পারতেন। ব্রুনো ফার্নান্দেজের গোলের ক্ষেত্রে টিম ম্যানের পরিচয় দিয়েছেন তিনি। বক্সের ভিতর রোনাল্ডোর সামনে তখন কেবল তুর্কির গোলকিপার। রোনাল্ডো নিজে শট না নিয়ে বল পাস করে দেন বাম দিক থেকে এগিয়ে আসা ফার্নান্দেজের দিকে। ব্রুনো ফার্নান্দেজ ফাঁকা জালে বল জড়ান।
তার আগে পর্তুগালের নামের পাশে দুটি গোল লেখা হয়ে গিয়েছিল। বের্নান্দ সিলভা একুশ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। তারপর তুর্কির একটি আত্মঘাতী গোল। পর্তুগালের তিন নম্বর গোল ব্রুনোর পা থেকে।