দুবাইতে হজ (Hajj) যাত্রা করতে গিয়ে বহু ভারতীয়ের মৃত্যু ঘটেছে। আর আজ শুক্রবার তা স্বীকার করে নিল বিদেশমন্ত্রক। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে বসেছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে তিনি বলেন, ‘এ বছর এখনও পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ভারতীয় হজযাত্রী হজ করতে গেছেন। সেখানে আমাদের ৯৮ জন ভারতীয় তীর্থযাত্রী হজে মারা গেছেন।’
কেন এত ভারতীয়ের মৃত্যু হল আচমকা? এই বিষয়ে বিদেশমন্ত্রক জানায়, ‘অসুস্থতা, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আরাফাতের দিন দুর্ঘটনায় ছয়জন ভারতীয় এবং চারজন ভারতীয় মারা যান। গত বছর হজে মারা যাওয়া ভারতীয়দের সংখ্যা ছিল ১৮৭ জন।’
প্রচণ্ড গরমে ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু হলেও বৃহস্পতিবার নতুন এক রিপোর্ট মারফত জানা যায়, এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫ জনে। গত বছর হজের সময় দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছিল। মারা যাওয়া হজযাত্রীদের অধিকাংশই মিশরের নাগরিক।
হজের সময় নিহত ৬০০ হাজির মধ্যে সবচেয়ে বেশি ৩২৩ জন মিশরের, ৩৫ জন তিউনিসিয়ার, ৪৪ জন ইন্দোনেশিয়ার, জর্ডানের ৪১ জন, ভারতের ৬৮ জন এবং ইরানের ১১ জন হজযাত্রী রয়েছেন। নিহত হজযাত্রীদের লাশ দেশে ফেরত পাঠানো হবে না, তাদের শেষকৃত্য শুধু সৌদি আরবেই করা হবে।
#WATCH | Delhi: On the death of Hajj pilgrims from India, MEA Spokesperson Randhir Jaiswal says, “This year, 175,000 Indian pilgrims have visited Hajj so far… We have 98 Indian pilgrims who have died in Hajj…” pic.twitter.com/8vEVzOjQ8j
— ANI (@ANI) June 21, 2024