দেশে ফের একবার বড় ঘটনা ঘটে গেল। এবার কংগ্রেস সভাপতির গায়ে ছিটানো হল কালি। জানা গিয়েছে, আজ শুক্রবার ভুবনেশ্বরে কংগ্রেস ভবনে ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শরৎ পট্টনায়কের দিকে কালি ছোঁড়া হয়।
সূত্রের খবর, কংগ্রেস ভবনের চেম্বারে বসা ওপিসিসি সভাপতি শরৎ পট্টনায়কের উপর হামলা চালায় কর্মীরা। মনে করা হচ্ছে, এই হামলার সঙ্গে যুব কংগ্রেসের কোনও কর্মী জড়িত। জানা গেছে, এই ঘটনার পর কংগ্রেসের শীর্ষ নেতারা কংগ্রেস ভবনে পৌঁছে ওপিসিসি সভাপতির সঙ্গে আলোচনা করেন। এই ঘটনার জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, এর আগেও প্রদেশ কংগ্রেস সভাপতিকে ডিম ও পাথর ছুঁড়ে মারা হয়।
তিনি বলেন, ‘কংগ্রেসের উত্থান দেখে কিছু অহংকারী লোক নিশ্চয়ই এসব করছে। অনেকে এসেছেন এবং গেছেন। আমি ওসব নিয়ে মাথা ঘামাই না।’ শরৎ পট্টনায়ক বলেন, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করা শক্তিকে আমরা বরদাস্ত করব না। জানা গেছে, কিছুদিন আগেও নির্বাচন পরিচালনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
ওড়িশা কংগ্রেসের প্রধান আরও বলেন, “আমার বাম চোখে সামান্য আঘাত লেগেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চিন্তার কিছু নেই, আমরা ভয় পাই না। আমরা ওড়িশায় কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করতে চলেছি।”
#WATCH | On ink thrown at him, Odisha Congress Chief Sarat Patnaik says, “…I have suffered a minor injury in my left eye. Police are investigating the matter. There is nothing to worry about…we are not scared. We are going to strengthen the Congress organisation in Odisha…” pic.twitter.com/oz2tBY0XZF
— ANI (@ANI) June 21, 2024