আবারও একবার অ্যাকশন মুডে ইডি (ED)। দিল্লির আবগারি নীতি অর্থ তছরুপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করার নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি জরুরি শুনানির জন্য বিষয়টি উল্লেখ করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
মূলত যেনতেন প্রকারে অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে বেরোনো আটকাতে চরম স্টেপ নিয়েছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এখন দিল্লি হাইকোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের জামিনে আপাতত নিষেধাজ্ঞা থাকবে। নিম্ন আদালতের দেওয়া কেজরিওয়ালের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে ইডি। রাউস অ্যাভিনিউ কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জামিনে স্থগিতাদেশ চেয়েছে ইডি। ইডির তরফে এএসজি রাজু দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেন। অরবিন্দ কেজরিওয়ালের হয়ে হাজিরা দিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইকোর্টে যোগ দিয়েছেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি।
আবগারি দুর্নীতি মামলায় জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির একটি আদালত এই নির্দেশ দিয়েছে। এর আগে গতকালই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিন কেজরিওয়ালের আইনজীবী আদালতে যুক্তি দেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। আম আদমি পার্টির (আপ) প্রধান শুক্রবার জেল থেকে ছাড়া পেতে পারেন। কারণ জামিনের আদেশ প্রথমে জেলে পৌঁছবে। তারপরই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
ED moves Delhi High Court against the order of the trial court granting bail to Delhi CM Arvind Kejriwal in Delhi Excise policy money laundering case.
ED is likely to mention the matter for an urgent hearing. pic.twitter.com/zoPVr5a6cO
— ANI (@ANI) June 21, 2024