সপ্তাহান্তে বড় চমক, তিলোত্তমায় ১০ গ্রাম সোনার দাম ৫৪,৯৪০ টাকা

ফের একবার শুক্রবার দেশজুড়ে জারি হয়ে গেল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)। বাদ গেল না শহর কলকাতাও। আপনিও কি আজ সোনা বা রুপো…

Gold and Silver Price Update for January 22, 2025: Check the Latest Rates in India

short-samachar

ফের একবার শুক্রবার দেশজুড়ে জারি হয়ে গেল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)। বাদ গেল না শহর কলকাতাও। আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? দাম জানেন? যদি না জেনে থাকেন জেনে নিন।

   

আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ফের শুরু হবে বিয়ের মরসুম। আর বাঙালি বিয়ে সোনা ছাড়া অসম্পূর্ণ। যতই দাম বাড়ুক না কেন, মানুষ একটু হলেও সোনা কিনবেন। কারণ সোনা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধিই করে না, বরং ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট হয়ে থেকে যায়। যাইহোক, জেনে নিন আজ কলকাতায় ২২, ২৪ এবং ১৮ ক্যারেটের সোনার দাম কততে যাচ্ছে। সেইসঙ্গে রুপোর দাম বাড়ল না কমল জেনে নিন এক নজরে।

শুক্রবার সপ্তাহান্তে ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৭৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,১৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৭৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৭১,৫০০ টাকা। এছাড়া ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৮১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,২৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দামে ৮১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩২,৫০০ টাকায়।

এবার আসা যাক ১৮ ক্যারেটের প্রসঙ্গে। আজ শহরে ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৯৪০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের মূল্য ৬১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৯,৪০০ টাকায়।

আজ শহরে রুপোর দামও উর্ধ্বমুখী। ১০০ গ্রাম রুপোর দাম ১৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৪০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ১৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৪,০০০ টাকায়।