নিউজ ডেস্ক: আর্থিক সঙ্কটে ধুঁকছে চুঁচু়ডার পুরসভার তহবিল। ফলে অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারছে না পুরসভা কর্তৃপক্ষ। যার ফলে প্রায় তিন মাসের ওপর বন্ধ হয়ে রয়েছে মৃত দেহ সংরক্ষণ কেন্দ্র পিস হেভেন। পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে পুরসভার সাতটি অ্যাম্বুলেন্সের। অন্যদিকে, চুঁচুড়ার শ্মশানেও চুল্লি খারাপ। মৃত দেহ দাহ করতে গিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হচ্ছে শবযাত্রীদের। পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে,শ্যামবাবুর শ্মশানে যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে রয়েছে শব দাহ করার চুল্লি। ফলে দেহ দাহ করতে এসে নিরুপায় হয়েও ফিরে যেতে বাধ্য হচ্ছে অনেকেই। শব দাহ কেন্দ্রে বন্ধ থাকায় সেখানেও দেহ রাখতে পারছেন না।
এই অস্থায়ী কর্মচারীদের বেতন সমস্যা কবে মিটবে তা নিয়ে এখনও মুখ খুলতে পারছে না পুরসভা। প্রয়োজনের থেকে অতিরিক্ত কর্মী থাকায় তাঁদের বেতন দিতে সমস্যা হচ্ছে সেকথা একরকম স্বীকার করেছেন পুরপ্রধান অমিত রায়। তবে পুর পরিসেবা বন্ধ হয়ে থাকার কারণে সাধারন মানুষের সমস্যা হচ্ছে তা মানতে নারাজ তিনি। শ্মশানের চুল্লির টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে দাবি পুরসভার তবে শীঘ্রই তা চালু হবে বলে জানিয়েছে প্রশাসন।