NEET-NET দুর্নীতিকে ঘিরে তোলপাড় দেশ। এদিকে এই ঘটনা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি এই নিট ও নেট দুর্নীতির জন্য কেন্দ্রের মোদী সরকারকেই দায়ী করলেন।
তিনি বলেন, ‘বিজেপি থাকলে দুর্নীতি চলবেই। দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। পরুয়াদের ভবিষ্যতের প্রশ্ন ফাসের জন্য দায়ী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের তদন্ত হওয়া উচিৎ। দুর্নীতির এপিসেন্টার আগে মধ্যপ্রদেশ ছিল, এখন উত্তরপ্রদেশ। নিট-নেট কেলেঙ্কারি এখন জাতীয় কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন বলেন মোদী, কিন্তু প্রশ্ন পত্র ফাঁস হওয়া আটকাতে পারেন না।’
“এখন পরিষ্কার যে আমরা একটি দুর্যোগের উপর বসে আছি এবং আমাদের সরকার পঙ্গু হয়ে গেছে। এটি একটি গভীর জাতীয় সংকট। সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়ার সামর্থ্যও দেখছি না,” বলেন রাহুল।
নিট পরীক্ষায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এনটিএ-কে ক্লিনচিট দেওয়া প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “এই বিষয়গুলিতে তাদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ক্লিনচিট দিলে তার কোনো মানে হয় না, তাদের বিশ্বাসযোগ্যতা শূন্য। সবাই জানে যে দুর্নীতির কেন্দ্রস্থল মধ্যপ্রদেশ, গুজরাট ও উত্তরপ্রদেশ।”
নিট ইস্যু এবং ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের বিষয়ে কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, “আমাদের সব প্রতিষ্ঠান দখল হয়ে গেছে বলেই এটা হচ্ছে। আমাদের উপাচার্যদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হয় না। কারণ তারা একটি বিশেষ সংগঠনের সদস্য। আর এই সংগঠন এবং বিজেপি আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকে ধ্বংস করে দিয়েছে। নোট বাতিলের মাধ্যমে নরেন্দ্র মোদী অর্থনীতিতে যা করেছিলেন, তা এখন শিক্ষা ব্যবস্থায় করা হয়েছে। এটা হওয়ার কারণ এবং আপনি যে কারণে ভুগছেন তা হ’ল একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। এখানে যারা দোষী তাদের বিচারের আওতায় আনা এবং তাদের শাস্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।”
#WATCH | On NEET issue & UGC-NET exam cancellation Congress MP Rahul Gandhi says, “…Now, people are clear that we are sitting on a disaster and we have a govt that is crippled. It is a profound national crisis. I don’t even see a capability of response (from govt).” pic.twitter.com/04av0ARYcn
— ANI (@ANI) June 20, 2024
#WATCH | Delhi | On NEET issue & UGC-NET exam cancellation, Congress MP Rahul Gandhi says, “It was being said that Modi ji stopped Russia-Ukraine war. But due to some reasons, Narendra Modi has not been able to stop or doesn’t want to stop paper leaks in India.” pic.twitter.com/JvAN37Ne91
— ANI (@ANI) June 20, 2024