পথে কি দেরি হয়েছিল? চাঞ্চল্যকর ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সবুজে ঢাকা বনপথের একটি স্থানে গাড়ি থেমেছে। পিছনের আসন থেকে বেরিয়ে পকেটে হাত রেখে দৃশ্য উপভোগ করছেন কিম জং উন (Kim Jong-un )। গাড়ি থেকে নেমে এলেন পুতিন। একেবারে আমেরিকার ঘুম উড়িয়ে দেওয়ার মত এমন ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া ও রাশিয়ার সংবাদ সংস্থাগুলো। দেখা যাচ্ছে, কিমকে পিছনে বসিয়ে গাড়ি চালাচ্ছেন পুতিন (Putin)!
কিম-পুতিনের এমন বন্ধুত্বের ছবিতে বিশ্ব তোলপাড়। উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের আমন্ত্রণে দেশটিতে দ্বিতীয় বার সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও পুতিনও রাশিয়ার ‘একনায়ক’ বলে কুখ্যাত। ২৪ বছর পর পুতিনের উত্তর কোরিয়ায় সফরে আমেরিকা চিন্তিত।
আমেরিকা ঘনিষ্ঠ ইউক্রেনে হামলা চালিয়ে আন্তর্জাতিকস্তরে কোণঠাসা পুতিন বিশেষ ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন চিনের সঙ্গে। সেই সূত্র ধরে পুতিনের আরও কাছে এসেছেন পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রয়টার্স জানিয়েছে, বুধবার পুতিনকে উত্তর কোরিয়ার রাজধানীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‘পূর্ণ সমর্থন’ জানান।
সাবেক সোভিয়েত ভেঙে ইউক্রেন ও রাশিয়া আলাদা দেশ হয়। ইউক্রেন যোগ দেয় আমেরিকার শিবিরে। রুশ প্রেসিডেন্ট পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বিভাগ কেজিবির সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর কোরিয়া সফর শেষে আরও এক কমিউনিস্ট শাসনের দেশ ভিয়েতনাম যাবেন
আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা বিরোধী মহাজোট গঠনে চিন, উত্তর কোরিয়ার মতো শক্তির সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যদিও পুতিনের সফর নিয়ে নীরব চিন।
বিশ্লেষকরা বলছেন, কিম-পুতিন বন্ধুত্ব বাড়িয়ে তুলতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকা নিয়েছেন। কারণ, উত্তর কোরিয়া একমাত্র চিনের সঙ্গে বিশেষ কূটনৈতিক সম্পর্ক রাখে। কিমের এই তালিকায় আছে আমেরিকা বিরোধী ইরান, কিউবা,ভিয়েতমামের মত দেশগুলি। আর রাশিয়ার সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতা।
রয়টার্সের খবর, সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গাড়ি উপহার দিয়েছেন কিম জংকে। কিমের গাড়ি প্রীতি আছে। রাশিয়ার তৈরি অত্যাধুনিক অরাস লিমুজিন উপহার দেন পুতিন।