পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন ঋতুপর্ণা?

সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রবেশ করেছিলেন বুধবার দুপুর ১ টা নাগাদ। বেরলেন প্রায় সন্ধ্যা ৬টা। রেশন দুর্নীতি মামলার তদন্তে এ দিন টানা পাঁচ ঘন্টা জেরার…

What did Rituparna Sengupta say after leaving ED office after five hours of investigation on ration scam case , পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন ঋতুপর্ণা?

short-samachar

সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রবেশ করেছিলেন বুধবার দুপুর ১ টা নাগাদ। বেরলেন প্রায় সন্ধ্যা ৬টা। রেশন দুর্নীতি মামলার তদন্তে এ দিন টানা পাঁচ ঘন্টা জেরার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জেরা শেষে ইডি দফতর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন বাংলা চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় অভিনেত্রী।

   

ইডির দফতর থেকে বেরিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘কিছু নথি চাওয়া হয়েছি, সেগুলো দিয়েছি। আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না।’

পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল কেন্দ্র, ঘুম উড়েছে নবান্নর

রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠেছে। তাঁর একটি সংস্থায় দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে বলে তথ্য সামনে এসেছে। তাঁকে এর আগে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু বিদেশে থাকায় জিজ্ঞাসাবাদে সাড়া দিতে পারেননি। জানিয়েছিলেন, দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। শেষে বুধবার জবাবদিহি করতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শেষ মেট্রোর সময় পরিবর্তন, যাত্রীদের জন্য নেওয়া হল বিরাট উদ্যোগ