নেপাল ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত পাউডেলের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। নিয়ম ভঙ্গ ও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করার মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
গত ১৬ জুন কিংসটাউনে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই ক্রিকেটার। ঘটনাটি আসলে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের। বাংলাদেশের তরফে বোলিং করছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম পাঁচ বলে কোনো রান হয়নি। ওভারের শেষ বলে রোহিত ডিফেন্স করেন। তবে তাতেও কোনও রান হয়নি।
‘যারা অফিসে বসে আছেন…’, মুখ খুললেন Igor Stimac
তানজিম নেপাল অধিনায়কের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকাতে শুরু করার পর রোহিতও তাঁর দিকে এগিয়ে গিয়েছিলেন। দু’জনের মধ্যে তর্ক হয়, এরপরই পরিবেশ উত্তপ্ত বুঝে অন্য খেলোয়াড়রা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসন।
View this post on Instagram
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ ভঙ্গের দায়ে তানজিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নেপালের ইনিংসের তৃতীয় ওভার শেষ হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। তানজিমকে একটি বল করার পরে নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ করার চেষ্টাও করেছিলেন। আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের জন্য তানজিমের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
East Bengal: পার্থক্য কতটা? ক্লেইটন করেছিলেন ১২ গোল, দিমির ১৩
এই নিয়মের অধীনে, কোনও আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের জন্য ব্যবস্থা নেওয়া হয়। ফাস্ট বোলারের ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হল একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটাই তাঁর প্রথম অপরাধ।