৮০ লক্ষ টাকায় উপনির্বাচনের টিকিট বিক্রি করেছে বিজেপি! বিস্ফোরক তথ্য ফাঁস কর্মীদের

বিজেপির (BJP) বিরুদ্ধে টাকায় বিনিময়ে প্রার্থিপদ বিক্রির অভিযোগ তুলল দলেরই নেতা-কর্মীরা। আর তা নিয়েই সরগরম রাজ্য-রাজনীতি (BJP)। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চার নেতা-কর্মীদের অভিযোগ, ৮০ লক্ষ…

bjp

বিজেপির (BJP) বিরুদ্ধে টাকায় বিনিময়ে প্রার্থিপদ বিক্রির অভিযোগ তুলল দলেরই নেতা-কর্মীরা। আর তা নিয়েই সরগরম রাজ্য-রাজনীতি (BJP)। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চার নেতা-কর্মীদের অভিযোগ, ৮০ লক্ষ টাকার বিনিময়ে বাগদা বিধানসভার উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী বাতিলেরও দাবি জানান তাঁরা।

২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী পরিবর্তন না করা হলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। দলের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন, বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সদস্যা সুপ্রিয়া শিকদার, যুবমোর্চার নেতা সঞ্জয় মল্লিক, বাগদা ৩ নম্বর মণ্ডলের সম্পাদক গোবিন্দ মজু্মদার সহ অন্যান্য নেতারা।

   

এদিক বিজেপির তরফে প্রার্থী না বদলানোয় বাগদা দুই নম্বর মণ্ডলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সমীরকুমার বিশ্বাস। তাঁর অভিযোগ, ৮০ লক্ষ টাকার বিনিময়ে উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। 

BJP To TMC: সুযোগ বুঝে তৃণমূলে ঝাঁপ বিজেপির হেভিওয়েট দীনেশের

এদিকে দলের তরফে প্রার্থী বদলের ইঙ্গিত না মেলায় হেলেঞ্চার একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা বৈঠক করেন। সেখানেই ঠিক হয় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন সত্যজিৎ মজুমদার।

পেশায় শিক্ষক সত্যজিৎবাবু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। একটা সময় আরএসএসও করতেন। তিনি বলেন, আমি আজ থেকে বিজেপি করছি না। দীর্ঘদিনের কর্মী। আরএসএস-এর তৃতীয় বর্ষ সম্পন্ন করেছি। আমাদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমিই বাগদা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করব।

বড় হোঁচট শুভেন্দুর, বিরোধী দলনেতার আর্জি খারিজ করল হাইকোর্ট

‘বহিরাগত’ প্রার্থী বদলের দাবিতে নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির নেতা-কর্মীরা। রানাঘাট দক্ষিণের দলীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের সাফ দাবি, কৃষ্ণনগরের বাসিন্দা মনোজকুমার বিশ্বাসের বদলে অন্য কারও নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।