কথা রেখেছেন প্রভু মদমোহন! পদ্ম দুর্গে ফুটেছে ঘাসফুল (Mamata Banerjee)। আর তাই ভোটের ফলাফল বেরোনোর দু’সপ্তাহের মধ্যেই কোচবিহার এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার সকালে কোচবিহার শহরের মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। মুখ্যমন্ত্রীকে ঘিরে জনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সোমবার ট্রেন দুর্ঘটনার পরই বিমানে উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সেখান থেকে রাতেই কোচবিহারের উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দলীয় সমর্থক থেকে সাধারণ মানুষ ভিড় জমে যায় রাস্তার দু’ধারে।
কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্রবর্মা বসুনিয়ার কাছে পর্যদস্তু হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আর এতেই তৃপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানান, রাজনৈতিক কারণে আসিনি। মদনমোহন মন্দিরে একটু পুজো দেব মা-মাটি-মানুষের নামে।
বড় খবর! বাংলার আরও ৫০ হাজার মানুষকে মাসিক ১০০০ টাকা করে ভাতা
জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ ৭,৮৮,৩৮৫টি ভোট পেয়েছেন। আর বিজেপি নিশীথ পেয়েছেন ৭,৪৯,১২৫টি ভোট। ৩৯ হাজার ২৫০ নিশীথকে উড়িয়ে দিয়েছেন জোড়াফুলের প্রার্থী। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়। প্রাপ্ত ভোট ৩০,২৬৭।
২০১৬ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৮ সালের রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মানুষকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বছর ঘুরতেই হাতেনাতে এর ফল পায় তৃণমূল।
লোকসভা ভোটে তৃণমূলের জয়জয়কার! শিক্ষকদের ডিএ ১০ শতাংশ বৃদ্ধি করলেন মমতা
উত্তরবঙ্গে ৮টি লোকসভা আসনের সবকটিতেই জয় পায় বিরোধীরা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে জেতেন বিজেপি প্রার্থীরা। আর মালদহ দক্ষিণ যায় কংগ্রেসের ঝুলিতে। আর এবার কোচবিহার দখল করেছে তৃণমূল। বাকি ৭টি আসন গিয়েছে বিরোধীদের ঝুলিতে।